০৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০ জন

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার ঢালে পরে গেছে। এঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পশ্চিম কল্যাণপুর ইদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

বাসের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা দৌলতদিয়াঘাট গামী একটি বাস পশ্চিম কল্যাণপুর পোঁছালে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসটি দূর্ঘটনার কবলে পড়ে। এতে ৩৫-৪০জন যাত্রী ছিলেন। যাত্রীদের অনেকেই আহত হন। স্থানীয়দের সহযোগীতায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে এতে কোন মৃত্যুর ঘটনা ঘটে নি।

 

 

বাসের যাত্রী গোয়ালন্দ পৌরসভার কর্মচারী ওমর আলী আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, আমি বাসের সামনের দিকে বামপাশের সিটে বসে ছিলাম। বাসের গতি অনেক বেশি ছিল। চালকের হাতে সিগারেট ছিল। বাসটি একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে সামনে আর একটি ভ্যান চলে আসে। তখন চালক জোরে ব্রেক ধরে। তারপর আবার যখন ব্রেক ছাড়ে তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে পরে যায়। এতে বাসের প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছে। আমার বুকে অনেক চাপ লেগেছে।

 

 

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

 

 

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। বাসটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ২০ জন

আপডেট সময় : ০৫:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে রাস্তার ঢালে পরে গেছে। এঘটনায় বাসের ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার পশ্চিম কল্যাণপুর ইদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

বাসের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা দৌলতদিয়াঘাট গামী একটি বাস পশ্চিম কল্যাণপুর পোঁছালে একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বাসটি দূর্ঘটনার কবলে পড়ে। এতে ৩৫-৪০জন যাত্রী ছিলেন। যাত্রীদের অনেকেই আহত হন। স্থানীয়দের সহযোগীতায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। তবে এতে কোন মৃত্যুর ঘটনা ঘটে নি।

 

 

বাসের যাত্রী গোয়ালন্দ পৌরসভার কর্মচারী ওমর আলী আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, আমি বাসের সামনের দিকে বামপাশের সিটে বসে ছিলাম। বাসের গতি অনেক বেশি ছিল। চালকের হাতে সিগারেট ছিল। বাসটি একটি ইজিবাইককে ওভারটেক করতে গেলে সামনে আর একটি ভ্যান চলে আসে। তখন চালক জোরে ব্রেক ধরে। তারপর আবার যখন ব্রেক ছাড়ে তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে পরে যায়। এতে বাসের প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছে। আমার বুকে অনেক চাপ লেগেছে।

 

 

রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার আব্দুল্লাহ্ আল মামুন জানান, আহতদের মধ্যে চারজনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

 

 

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট মাহমুদ-উন-নবী জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। বাসটি উদ্ধার করার প্রক্রিয়া চলছে।