০৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের ৬ উপজেলায় ভোটের লড়াই জমজমাট

যশোরের ৬ টি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জোর প্রচারণা চলছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয় পরাজয় নিয়ে প্রার্থীদের চিন্তা বাড়ছে। বিজয় নিশ্চিত করতে কয়কজন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী কালো টাকার বান্ডিল নিয়ে মাঠে নেমেছেন। সাবেক সংসদ সদস্যরাও কারো কারো পক্ষে ভোট চাইছেন।  সাধারণ ভোটাররাও নানা হিসাব কষছেন। তারা জানিয়েছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২১ মে ২য় ধাপে যশোরের শার্শা, ঝিকগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের ভোট। গত ২ মে তিন উপজেলায় ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
শার্শায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৩ জন। ঝিকরগাছায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৪ জন ও চৌগাছায় চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ২ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৫ জন প্রতীক পান। এদিকে,  ২৯ মে সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ মে এই তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সদরে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন। অভয়নগরে চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও বাঘারপাড়ায়  চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন।
শার্শা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন (দোয়াত-কলম),অহিদুজ্জামান (আনারাস), আব্দুল মান্নান মিন্নু মোটরসাইকেল) ও ইব্রাহীম খলিল (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়া পাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা), শাহরীন আলম (টিউবওয়েল)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল) ও শামীমা খাতুন (কলস)।
ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম (আনারস), রেজাউল হোসেন  (মোটরসাইকেল), সেলিম রেজা (ঘোড়া) ও লুবনা তাক্ষী (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী বিশ্বাস (টিউবওয়েল), কামরুজ্জামান মিন্টু (তালা), সৈয়দ ইমরানুর রশীদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছিয়া বেগম (পদ্ম ফুল), আমেনা খাতুন (হাঁস), জেসমিন সুলতানা (কলস), সাহানা আক্তার (ফুটবল)।
চৌগাছা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমান (আনারস), মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) ও সিদ্দিকুর রহমান (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  আকলিমা খাতুন লাকী (কলস), নাছিমা খাতুন (হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহিন (ফুটবল) ও রীপা ইসলাম (প্রজাপতি)।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস) , মোহিত কুমার নাথ (শালিক), আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম), ফাতেমা আনোয়ার (ঘোড়া), তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল) ও শফিকুল ইসলাম জুয়েল (কাপ পিরিচ) । পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল খান পর্বত (তালা), মনিরুজ্জামান (উড়োজাহাজ), শাহজাহান কবীর শিপলু (চশমা), শেখ জাহিদুর রহমান (বৈদ্যুতি বাল্ব) ও সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পী খাতুন (হাঁস), বাশিনুর নাহার (ফুটবল) ও জ্যোৎস্না আরা মিলি (কলস) ।
অভয়নগর উপজেলায় ৬ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান প্রার্থী রবিন অধিকারী (আনারস) ও সরদার অলিয়ার রহমান (মোটরসাইকেল)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিয়া খানম (হাঁস), লায়লা খাতুন (কলস) ও মিনারা পারভীন (ফুটবল)। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান তারুর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
বাঘারপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মাসুম রেজা (হেলিকপ্টার), এফএম আশরাফুল কবির (মোটরসাইকেল), রাজীব কুমার রায় (ঘোড়া), হাসান আলী (আনারস), সেলিম রেজা (কাপ পিরিচ) ও আব্দুর রউফ (দোয়াত কলম) । পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান (টিউবওয়েল), গোলাম ছরোয়ার (তালা), নাজমুল হুসাইন (চশমা), শাহজালাল (বই), এনায়েত হোসেন লিটন (মাইক), তাওহিদুর রহমান (উড়োজাহাজ) ও জয়নাল আবেদীন (টিয়াপাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামছুন্নাহার (ফুটবল),বিথীকা বিশ্বাস (পদ্ম ফুল), রেক্সনা খাতুন (কলস) ও দিলারা জামান (প্রজাপতি)।
নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, দুই ধাপে অনুষ্ঠেয় যশোরের ৬টি উপজেলা পরিষদের ৬৫টি ইউনিয়নের ৬৬৩টি কেন্দ্রের ৫১৮৫ টি কক্ষে ভোট গ্রহণ হবে।
২১ মে অনুষ্ঠিতব্য শার্শা, ঝিকরগাছা ও চৌগাছার উপজেলা নির্বাচনে ৩৩টি ইউনিয়নের ২৯৩ কেন্দ্রের ১২ হাজার ১৭৩ কক্ষে ভোটগ্রহণ হবে। এই তিন উপজেলায় ৭ লাখ ৬১ হাজার ৭১১ ভোটার ভোট দেবেন। ১১৬৩ প্রিজাইডিং অফিসার, ১৪৩১ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৫০২ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ৩২ ইউনিয়নের ৩৭০টি কেন্দ্রের ৩০১২টি কক্ষে ভোটগ্রহণ হবে। এ তিন উপজেলায় ১০ লাখ ১৫ হাজার ৩৯০ ভোটার ভোট দেবেন। এই নির্বাচনে ৩৭০ প্রিজাইডিং অফিসার, ৩০১২ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬০২৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন। বাসায় ফিরে পরের দিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছেন। এর ফলে তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। কে কার চেয়ে বেশি কৌশল প্রয়োগ করে নিজের অবস্থান জোরদার করবেন এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর এ কৌশল প্রয়োগ করেই ভোট ব্যাংকের বাইরে থাকা ভোটারদের কাছে টানার চেষ্টা চলছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ।
যশোরের শার্শা, ঝিকরগাছা, চৌগাছা উপজেলার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন এবং
সদর, অভয়নগর  বাঘারপাড়া উপজেলা  রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের
প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

যশোরের ৬ উপজেলায় ভোটের লড়াই জমজমাট

আপডেট সময় : ১০:৪৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪
যশোরের ৬ টি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জোর প্রচারণা চলছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয় পরাজয় নিয়ে প্রার্থীদের চিন্তা বাড়ছে। বিজয় নিশ্চিত করতে কয়কজন চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থী কালো টাকার বান্ডিল নিয়ে মাঠে নেমেছেন। সাবেক সংসদ সদস্যরাও কারো কারো পক্ষে ভোট চাইছেন।  সাধারণ ভোটাররাও নানা হিসাব কষছেন। তারা জানিয়েছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ২১ মে ২য় ধাপে যশোরের শার্শা, ঝিকগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের ভোট। গত ২ মে তিন উপজেলায় ৩১ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
শার্শায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৪ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৩ জন। ঝিকরগাছায় চেয়ারম্যান প্রার্থী ৪ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৩ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৪ জন ও চৌগাছায় চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ২ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ৫ জন প্রতীক পান। এদিকে,  ২৯ মে সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১৩ মে এই তিন উপজেলায় ৩৭ প্রার্থীর মধ্যে ৩৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সদরে চেয়ারম্যান প্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন। অভয়নগরে চেয়ারম্যান প্রার্থী ২ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৩ জন ও বাঘারপাড়ায়  চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন।
শার্শা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন (দোয়াত-কলম),অহিদুজ্জামান (আনারাস), আব্দুল মান্নান মিন্নু মোটরসাইকেল) ও ইব্রাহীম খলিল (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়া পাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা), শাহরীন আলম (টিউবওয়েল)। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল) ও শামীমা খাতুন (কলস)।
ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম (আনারস), রেজাউল হোসেন  (মোটরসাইকেল), সেলিম রেজা (ঘোড়া) ও লুবনা তাক্ষী (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী বিশ্বাস (টিউবওয়েল), কামরুজ্জামান মিন্টু (তালা), সৈয়দ ইমরানুর রশীদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আছিয়া বেগম (পদ্ম ফুল), আমেনা খাতুন (হাঁস), জেসমিন সুলতানা (কলস), সাহানা আক্তার (ফুটবল)।
চৌগাছা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিবুর রহমান (আনারস), মোস্তানিছুর রহমান (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) ও সিদ্দিকুর রহমান (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী  আকলিমা খাতুন লাকী (কলস), নাছিমা খাতুন (হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহিন (ফুটবল) ও রীপা ইসলাম (প্রজাপতি)।
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস) , মোহিত কুমার নাথ (শালিক), আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম), ফাতেমা আনোয়ার (ঘোড়া), তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল) ও শফিকুল ইসলাম জুয়েল (কাপ পিরিচ) । পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল খান পর্বত (তালা), মনিরুজ্জামান (উড়োজাহাজ), শাহজাহান কবীর শিপলু (চশমা), শেখ জাহিদুর রহমান (বৈদ্যুতি বাল্ব) ও সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শিল্পী খাতুন (হাঁস), বাশিনুর নাহার (ফুটবল) ও জ্যোৎস্না আরা মিলি (কলস) ।
অভয়নগর উপজেলায় ৬ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। চেয়ারম্যান প্রার্থী রবিন অধিকারী (আনারস) ও সরদার অলিয়ার রহমান (মোটরসাইকেল)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফিয়া খানম (হাঁস), লায়লা খাতুন (কলস) ও মিনারা পারভীন (ফুটবল)। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান তারুর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় রিটার্নিং কর্মকর্তা তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।
বাঘারপাড়ায় চেয়ারম্যান প্রার্থী মাসুম রেজা (হেলিকপ্টার), এফএম আশরাফুল কবির (মোটরসাইকেল), রাজীব কুমার রায় (ঘোড়া), হাসান আলী (আনারস), সেলিম রেজা (কাপ পিরিচ) ও আব্দুর রউফ (দোয়াত কলম) । পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান (টিউবওয়েল), গোলাম ছরোয়ার (তালা), নাজমুল হুসাইন (চশমা), শাহজালাল (বই), এনায়েত হোসেন লিটন (মাইক), তাওহিদুর রহমান (উড়োজাহাজ) ও জয়নাল আবেদীন (টিয়াপাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামছুন্নাহার (ফুটবল),বিথীকা বিশ্বাস (পদ্ম ফুল), রেক্সনা খাতুন (কলস) ও দিলারা জামান (প্রজাপতি)।
নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, দুই ধাপে অনুষ্ঠেয় যশোরের ৬টি উপজেলা পরিষদের ৬৫টি ইউনিয়নের ৬৬৩টি কেন্দ্রের ৫১৮৫ টি কক্ষে ভোট গ্রহণ হবে।
২১ মে অনুষ্ঠিতব্য শার্শা, ঝিকরগাছা ও চৌগাছার উপজেলা নির্বাচনে ৩৩টি ইউনিয়নের ২৯৩ কেন্দ্রের ১২ হাজার ১৭৩ কক্ষে ভোটগ্রহণ হবে। এই তিন উপজেলায় ৭ লাখ ৬১ হাজার ৭১১ ভোটার ভোট দেবেন। ১১৬৩ প্রিজাইডিং অফিসার, ১৪৩১ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪৫০২ জন পোলিং অফিসার নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
২৯ মে তৃতীয় ধাপে অনুষ্ঠেয় সদর, অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ৩২ ইউনিয়নের ৩৭০টি কেন্দ্রের ৩০১২টি কক্ষে ভোটগ্রহণ হবে। এ তিন উপজেলায় ১০ লাখ ১৫ হাজার ৩৯০ ভোটার ভোট দেবেন। এই নির্বাচনে ৩৭০ প্রিজাইডিং অফিসার, ৩০১২ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬০২৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন। বাসায় ফিরে পরের দিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছেন। এর ফলে তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। কে কার চেয়ে বেশি কৌশল প্রয়োগ করে নিজের অবস্থান জোরদার করবেন এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর এ কৌশল প্রয়োগ করেই ভোট ব্যাংকের বাইরে থাকা ভোটারদের কাছে টানার চেষ্টা চলছে। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ।
যশোরের শার্শা, ঝিকরগাছা, চৌগাছা উপজেলার রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন এবং
সদর, অভয়নগর  বাঘারপাড়া উপজেলা  রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বস্তরের
প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।