ইরানের উত্তর-পূর্বাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারবহর দুর্ঘটনার কবলে পড়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ইরানের আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরানের ভাইস প্রেসিডেন্ট মহসিন মানসুরি বলেছেন, সৌভাগ্যক্রমে ফ্লাইটের একজন যাত্রী ও ক্রুর সঙ্গে কর্মকর্তাদের কয়েকবার যোগাযোগ হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা তেমন গুরুতর নয়।
গতকাল রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধনের অনুষ্ঠান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় অবতরণের সময় হেলিকপ্টারবহর দুর্ঘটনার কবলে পড়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতিসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হেলিকপ্টারটিতে ছিলেন।
৬৩ বছর বয়সী রাইসিকে উদ্ধারে কুয়াশাঢাকা পাহাড়ি এলাকায় ব্যাপক অনুসন্ধান শুরু করেছে ইরান। তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্টের হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পরই রেড ক্রিসেন্ট রিলিফ ফোর্স এবং সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনী হেলিকপ্টারটি খুঁজে বের করার জন্য ব্যাপক তৎপরতা শুরু করেছে।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, প্রেসিডেন্টের কয়েকজন সফরসঙ্গী কেন্দ্রীয় সদর দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন। তাই দুর্ঘটনাটিতে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটবে না বলেই আশা করা হচ্ছে।


























