০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ঝড়ে ঘর ভেঙে স্কুলছাত্রীর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ঘরচাপা পড়ে পুষ্প (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) বিকেলে  ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা ওই শিশুর নানী হোসনোয়ারা বেগমও আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত পুষ্প চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় ঝড়ে হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ লুতা বেপারীর টিনসেট ঘর ভেঙে পড়ে। এতে লুতা বেপারীর স্ত্রী হোসনেয়ারা বেগম, নাতি পুষ্প চাপা পড়েন। পরে আশপাশের লোকজন পুষ্পকে মৃত অবস্থায় এবং হোসেনোয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহত স্কুলছাত্রী তার নানার বাড়িতে থাকতো।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম দৈনিক সবুজ বাংলাকে বলেন, ঘরচাপা পড়ে শিশু নিহতের ঘটনাটি জেনেছি। আহতের চিকিৎসা চলছে। পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে।
জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞা সত্ত্বেও গেল তিন বছরে ১৫ হাজার টন ই-বর্জ্য আমদানি

লক্ষ্মীপুরে ঝড়ে ঘর ভেঙে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৫:২২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ঘরচাপা পড়ে পুষ্প (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) বিকেলে  ইউনিয়নের চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা ওই শিশুর নানী হোসনোয়ারা বেগমও আহত হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত পুষ্প চন্ডিপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সময় ঝড়ে হাওয়ার সঙ্গে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ লুতা বেপারীর টিনসেট ঘর ভেঙে পড়ে। এতে লুতা বেপারীর স্ত্রী হোসনেয়ারা বেগম, নাতি পুষ্প চাপা পড়েন। পরে আশপাশের লোকজন পুষ্পকে মৃত অবস্থায় এবং হোসেনোয়ারাকে আহত অবস্থায় উদ্ধার করেন।
চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমন বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। নিহত স্কুলছাত্রী তার নানার বাড়িতে থাকতো।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন ইসলাম দৈনিক সবুজ বাংলাকে বলেন, ঘরচাপা পড়ে শিশু নিহতের ঘটনাটি জেনেছি। আহতের চিকিৎসা চলছে। পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হবে।