শিল্প কারখানা বাঁচাও, মাধবদী বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মাধবদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ই মে) বাদ’ জুম্মা বড় মসজিদ রোডে ‘সচেতন নাগরিক মহল মাধবদী’র ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বয়সী মানুষ, লোডশেডিং মুক্ত বিদ্যুৎ চাই, লোডশেডিং এর অভিশাপ থেকে মুক্তি চাই, বিদ্যুৎ এর অনিয়ম থেকে মুক্তি চাই, নিয়মিত বিদ্যুৎ চাই, প্রধানমন্ত্রীর ঘোষণা শতভাগ বিদ্যুৎ চাই এই দাবি জানিয়ে প্রায় অর্ধশতাধিক প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করেন।
এ মানববন্ধনে সচেতন নাগরিক মহল মাধবদী’র পক্ষে বক্তব্য রাখেন, মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা মো. মফিজুল ইসলাম, মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি মো. আল-আমিন সরকার, ব্যবসায়ী মো. রায়হান প্রমূখ।
























