পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ১১৫ হতদরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছে ব্রাক।
শুক্রবার (৩০ মে) বিকেল ৩ টায় ব্রাক কলাপাড়া শাখার উদ্যোগে ওইসব পরিবারের মাঝে ত্রাণ বিতরন করা হয়। প্রত্যেককে চাল, ডাল, আলু, পিয়াজ, তৈল, লবন ও সাবান দেয়া হয়েছে। এসব ত্রাণ সামগ্রী হাতে পেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খুশি।
এসময় ব্রাক জেলা সমন্বয়কারী মো. নেফাজ উদ্দিন বকুল, এরিয়াম্যানেজা (দাবী) মো. সাইফুল ইসলাম, এরিয়াম্যানেজার (প্রগতি) রিয়াজ নাহিদ সোহাগ, উপজেলা হিসাব ব্যবস্থাপক ফাতেমা তুজ জোহরা ও শাখা ম্যানেজার (দাবী) এমএ হান্নান ও কলাপাড়া থানার এএসআই প্রসিদ ভৌমিকসহ সকল প্রোগ্রামের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। ব্রাক কলাপাড়া শাখা ম্যানেজার (দাবী) এমএ হান্নান জানান, তাদের এ কার্যক্রম চলমান রয়েছে।























