পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) একাডেমিক ভবন প্রাঙ্গনের সামনে অর্ধ দিবস কর্ম বিরতি পালন করেছেন শিক্ষকরা।
সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপার গ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে উপরোক্ত কর্মসূচি পালন করছেন পবিপ্রবি শিক্ষক সমিতি।
তথ্য সূত্রে জানা যায়, শিক্ষক সমিতির আহ্বানে মঙ্গলবার( ৪ জুন) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ কর্ম বিরতি চলে। এ সময় সকল প্রকার ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।

























