◉ যুক্তরাষ্ট্র থেকে মাস্টারমাইন্ড শাহীনকেও ফেরানো হবে : ডিবিপ্রধান
◉ ডিএনএ নমুনা দিতে কলকাতা যাচ্ছেন এমপিকন্যা ডরিন
ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেও এখনো পুরোপুরি সেই রহস্যের জট খোলেনি। এখনো মেলেনি এমপি আনারের ব্যবহৃত রক্তমাখা পোশাক, চশমা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও রহস্যময় সেই ট্রলি। এদিকে আলোচিত এ মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থান করা হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের স্ত্রী পরিচয়ে কলকাতার সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটে ওঠা রহস্যময় নারী শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার একদিন পর এবার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত আসামি ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া।
আনোয়ারুল আজিমকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর। এর আগে চাচা শিমুল ভূঁইয়ার নির্দেশে কলকাতার একটি হোটেলে অবস্থান করেন তিনি। পরে বিজ্ঞ আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এদিকে নেপাল থেকে দেশে ফিরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, নেপালে পালিয়ে থাকা গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সিয়াম নেপাল পুলিশের হাতে আটক রয়েছেন। তাকে ভারত বা বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। এছাড়া আত্মগোপনে থাকা এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনকেও যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এদিকে কলকাতার সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটে সেপটিক ট্যাঙ্ক ভেঙে উদ্ধার করা খণ্ডিত দেহাংশের মাংসগুলো বাবার কি না তা নিশ্চিতে ডিএনএ নমুনা দিতে কলকাতা যাচ্ছেন এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। গতকাল মঙ্গলবার আদালতসহ তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
আদালত সূত্র জানায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গত ৩ জুন সন্ধ্যায় রহস্যময় নারী শিলাস্তি রহমানের পর এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলোচিত এ মামলায় অভিযুক্ত অপর আসামি তানভীর ভূঁইয়া। দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়াকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। আনোয়ারুল আজিমকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে যান বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তানভীর। এর আগে চাচা শিমুল র্ভূইয়ার নির্দেশে কলকাতার একটি হোটেলে অবস্থান করেন তিনি। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, আলোচিত এ মামলায় ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানসহ তিন আসামির গত ২৪ মে আট দিনের এবং ৩১ মে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার অপর আসামি হলেন- শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্ল্যাহ সাঈদ (৫৬)। এর আগে গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেছেন, এমপি আনারকে হত্যার সঙ্গে জড়িত ঢাকার আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নেপালে পালিয়ে থাকা সিয়াম কাঠমান্ডু পুলিশের হাতে আটক রয়েছেন। সিয়ামকে ভারতে বা বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। গতকাল মঙ্গলবার নেপাল থেকে ফিরে এসে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, কোথায় অপরাধ সংঘটিত হয়েছে এবং কাকে হত্যা করা হয়েছে, এসব বিষয় বিবেচনা করে আটক সিয়ামকে ভারত বা বাংলাদেশকে তারা দিতে পারে। তবে ভারতের সঙ্গে নেপালের বন্দি মিনিময় চুক্তি রয়েছে। ভারতকে দিলেও আমাদের তদন্তকাজ বাধাগ্রস্ত হবে না।
ডিবিপ্রধান আরো বলেন, নেপালে আটক সিয়াম যুক্তরাষ্ট্র প্রবাসী এবং এমপি আনারের বন্ধু আখতারুজ্জামান শাহীনের সবচেয়ে কাছের মানুষ। এ অবস্থায় ভারতীয় পুলিশের কাছে সিয়ামকে দিলেও ভালো হবে। কারণ তাকে নিয়ে আলামত উদ্ধারসহ তদন্তকাজ এগিয়ে নেওয়া আরো সহজ হবে। এক প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, আমাদেরকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে। তবে আমরা নিশ্চিত হয়েছি, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আমাদের কয়েক দফা বৈঠক হয়েছে। এছাড়া সেখানকার যেসব হোটেলে সিয়াম ছিল সে সবের ফুটেজও সংগ্রহ করা হয়েছে। এছাড়া আত্মগোপনে থাকা এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনকেও যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এর আগে নেপালে সিয়াম আটকের খবরে গত ১ জুন ডিবিপ্রধানসহ চার সদস্যের একটি প্রতিনিধি দল নেপাল ছুটে যায়।
এদিকে গত ২৮ মে সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক ভেঙে এমপি আনারের মরদেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) টেস্টের স্যাম্পল দিতে কলকাতায় যাচ্ছেন এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। তবে কলকাতায় যাওয়ার আগে দেশে ফিরে আসা ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার জন্য আলাপ-আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরামর্শ ও দিক-নির্দেশনা নেবেন ডরিন। গতকাল মঙ্গলবার দৈনিক সবুজ বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন নিহত এমপি আনারের এপিএস আব্দুর রউফ। তিনি বলেন, সব ধরনের জটিলতা কাটিয়ে গত সোমবার বিকাল সাড়ে ৪টায় এমপি সাহেবের মেয়ে ডরিন ও আমি একসঙ্গে ভারতীয় ভিসা হাতে পেয়েছি। তবে তারা কখন যাবেন তা তাৎক্ষণিক নিশ্চিত করেননি এমপিকন্যা ডরিন। তিনি বলেন, কলকাতা যেতে আমরা প্রস্তুত রয়েছি। দুই দেশের তদন্ত সংস্থার সাড়া পেলেই যেকোনো মুহূর্তে কলকাতা যাবেন বলে জানান মুমতারিন ফেরদৌস ডরিন।























