ঢাকা জেলার সাভারে চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর ওপর কিশোর গ্যাংয়ের হামলার অভিযোগ।
সাভার উপজেলার বিরুলিয়া রোডে মজিদপুর মিয়াজী প্লাজার এক ফ্লেক্সিলোডের দোকানদারকে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ দ্বারা চাঁদা না দেওয়ায় দোকান মালিকের উপর হামলার ঘটনা ঘটেছে । এতে ফেক্সিলোডের দোকানের মালিক মোঃ রাজু আহমেদকে গুরুতর আহত অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিসিটিভির ফুটেজে দেখা যায় কিশোর গ্যাংয়ের একটি দল দোকান দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হামলা চালায়, প্রতক্ষদর্শীরা জানান ভুক্তভোগী ব্যবসায়ী চাঁদা দিতে না চাইলে দলবদ্ধভাবে লাঠি দিয়ে পেটানোর এক পর্যায়ে আহত করে পালিয়ে যায় কিশোর গ্যাংটির সদস্যরা। ঘটনার দিন মঙ্গলবার (৪ জুন) রাতে বিরুলিয়া রোড এলাকার রাজু আহমেদের ফ্লেক্সিলোডের দোকানে এ হামলার ঘটনা ঘটে। অনুসন্ধানে জানা যায়, একই এলাকার উজির আলীর ছেলে কিশোর গ্যাং গ্রুপের প্রধান দলনেতা চাঁদাবাজ জিহাদ ওরফে ইয়াবা জিহাদ কয়েকদিন যাবত বিভিন্ন ইয়াবা বিক্রি ও চুরি ছিনতাই করে আসছে। এরই ধারাবাহিকতায় মোটা অংকের চাঁদা দাবী করেন ফ্লেক্সিলোডের দোকানের মালিক রাজু আহমেদের নিকট। তিনি তাদের চাহিদা মাফিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় এতে ক্ষিপ্ত হয়ে ওঠে মোহাম্মদ জিহাদ ওরফে ইয়াবা জিহাদ।

পরে ১০/১৫ জন কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের একত্রিত করে ফেক্সিলোডের দোকানের এসে হামলা চালায় এবং ফেক্সিলোড দোকানের মালিক মোহাম্মদ রাজু আহমেদকে মারতে মারতে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তার চিৎকারে আশেপাশের লোকজন জরো হলে তারা পালিয়ে যায়।
পরে আহত অবস্হায় স্হানীয়রা রাজু আহমেদকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন আহত রাজু আহমেদের এক হাত ভেঙে দেওয়া হয়েছে।
এ ঘটনায় জিহাদ (১৭)ওরফ ইয়াবা জিহাদ, নাবিল(১৮), নয়ন (১৮),রাব্বি (২০), রায়হান(১৬)সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তাৎক্ষণিক এনাম মেডিকেলে চিকৎসারত ভুক্তভোগী রাজু আহমেদকে দেখতে আসেন সাভার মডেল থানার এস আই মাহমুদুল হাসানসহ পুলিশ ফোর্স। পরে ভুক্তভোগীর নিকট ঘটনার বিবরন শুনে আইনগত ব্যবস্হা নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করার খবর পাওয়া যায়নি।

























