০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
এমপি আনার হত্যা রহস্য!

হাড়-মাংস আলাদা করেন শিমুল ভূঁইয়া

❖ঢাকায় গ্রেপ্তার ৩ জনই এখন কারাগারে
❖কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদ ২ দিনের রিমান্ডে
❖এমপি আনারের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা এলেই আসন শূণ্য

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেও এখনো পুরোপুরি সেই রহস্যের জট খোলেনি। এখনো মেলেনি এমপি আনারের ব্যবহৃত রক্তমাখা পোশাক, চশমা, মোবাইল সেট এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও রহস্যময় সেই ট্রলি। এদিকে আলোচিত এ মামলায় কলকাতার সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটে ওঠা অভিযুক্ত রহস্যময় নারী শিলাস্তি রহমান ও ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এবার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত অন্যতম আসামি সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া।

 

 

আনোয়ারুল আজিমকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে ওই ফ্ল্যাটে রিসিভ করেন রহস্যময় নারী ঘটনার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের স্ত্রী পরিচয় দেওয়া ঘনিষ্ট বান্ধবী শিলাস্তি রহমান। এরপর তার নির্দেশনায় প্রথমে এমপি আনারকে অচেতন করে চাচা শিমুল ভূঁইয়ার নির্দেশে বালিশচাপায় দিয়ে হত্যা করেন ভাতিজা তানভীর ভূঁইয়া। এরপর দেহ থেকে হাড়-মাংস আলাদা করেন শিমুল ভূঁইয়া। বিজ্ঞ আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ঢাকায় গ্রেপ্তার ৩ আসামিই এখন কারাগারে রয়েছেন। এদিকে কলকাতায় গ্রেপ্তার আলোচিত এ মামলার অপর আসামি কসাই জিহাদকে আবারও দুইদিনের রিমান্ডের আদেন দিয়েছেন দেশটির একটি আদালত। এমপি আনারের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর ঝিনাইদহ-৪ আসন শূণ্য ঘোষণা করা হবে বলে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার আদালতসহ তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

 

 

আদালত সূত্র জানায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গত ৩ জুন সন্ধ্যায় রহস্যময় নারী শিলাস্তি রহমান ও গত ৪ জুন তানভীর ভূঁইয়ার পর এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলোচিত এ মামলায় অন্যতম হোতা অভিযুক্ত অপর আসামি সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া। দুই দফায় রিমান্ড শেষে বুধবার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াকে আদালতে হাজির করেন। এরপর তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। জবানবন্দির আবেদনে তদন্ত কর্মকর্তা উলে¬খ করেন, শিমুল ভূঁইয়া মামলার অন্য আসামিদের সঙ্গে পূর্বপরিকল্পনা মোতাবেক আনোয়ারুল আজীমকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এরপর তার হাড়-মাংস আলাদা করে গুম করেন। এর আগে তানভীর ভূঁইয়া এমপি আনারকে বালিশচাপা দিয়ে হত্যা নিশ্চিত করেন বলে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে শিমুল ভূঁইয়াকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ নিয়ে তিন আসামি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন। অন্য দুজন হলেন শিলাস্তি রহমান ও ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া।

 

 

অপরদিকে জিহাদ হাওলাদারকে ১২ দিনের সিআইডির হেফাজত শেষে গতকাল বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতার উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালতে তোলেন পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তারা। দুপুর আড়াইটার দিকে বিচারপতি শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হলে সিআইডির পক্ষ থেকে আরও কিছু তথ্য উদ্ধারের জন্য ফের দুদিনের সিআইডি হেফাজতে চাওয়া হয়। বিচারপতি শুভঙ্কর বিশ্বাস সিআইডির কাছে জানতে চান ১২ দিনের সিআইডির হেফাজত দেওয়া হয়েছিল, তাতে কিছুই পাওয়া গেছে কি না। সিআইডির কর্মকর্তারা বিচারপতিকে জানান, বেশ কিছু তথ্য পাওয়া গেছে, আরও কিছু দিনের হেফাজতে দিলে তদন্তের অগ্রগতি আসবে। এরপর বিচারপতি অভিযুক্ত জিহাদকে ২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।

 

 

এদিকে গতকাল সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এমপি আনারের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

পার্বত্য চট্টগ্রামে চুক্তি বাস্তবায়ন নেই, মানবাধিকার পরিস্থিতি অবনতি: জেএসএস

এমপি আনার হত্যা রহস্য!

হাড়-মাংস আলাদা করেন শিমুল ভূঁইয়া

আপডেট সময় : ০৮:০০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

❖ঢাকায় গ্রেপ্তার ৩ জনই এখন কারাগারে
❖কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদ ২ দিনের রিমান্ডে
❖এমপি আনারের মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা এলেই আসন শূণ্য

ভারতের পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে গিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার নিখোঁজের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার হলেও এখনো পুরোপুরি সেই রহস্যের জট খোলেনি। এখনো মেলেনি এমপি আনারের ব্যবহৃত রক্তমাখা পোশাক, চশমা, মোবাইল সেট এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ও রহস্যময় সেই ট্রলি। এদিকে আলোচিত এ মামলায় কলকাতার সঞ্জীভা গার্ডেনের ওই ফ্ল্যাটে ওঠা অভিযুক্ত রহস্যময় নারী শিলাস্তি রহমান ও ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এবার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত অন্যতম আসামি সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া।

 

 

আনোয়ারুল আজিমকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে ওই ফ্ল্যাটে রিসিভ করেন রহস্যময় নারী ঘটনার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের স্ত্রী পরিচয় দেওয়া ঘনিষ্ট বান্ধবী শিলাস্তি রহমান। এরপর তার নির্দেশনায় প্রথমে এমপি আনারকে অচেতন করে চাচা শিমুল ভূঁইয়ার নির্দেশে বালিশচাপায় দিয়ে হত্যা করেন ভাতিজা তানভীর ভূঁইয়া। এরপর দেহ থেকে হাড়-মাংস আলাদা করেন শিমুল ভূঁইয়া। বিজ্ঞ আদালত তার জবানবন্দি রেকর্ড শেষে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ঢাকায় গ্রেপ্তার ৩ আসামিই এখন কারাগারে রয়েছেন। এদিকে কলকাতায় গ্রেপ্তার আলোচিত এ মামলার অপর আসামি কসাই জিহাদকে আবারও দুইদিনের রিমান্ডের আদেন দিয়েছেন দেশটির একটি আদালত। এমপি আনারের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর ঝিনাইদহ-৪ আসন শূণ্য ঘোষণা করা হবে বলে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল বুধবার আদালতসহ তদন্ত সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

 

 

আদালত সূত্র জানায়, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গত ৩ জুন সন্ধ্যায় রহস্যময় নারী শিলাস্তি রহমান ও গত ৪ জুন তানভীর ভূঁইয়ার পর এবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আলোচিত এ মামলায় অন্যতম হোতা অভিযুক্ত অপর আসামি সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়া। দুই দফায় রিমান্ড শেষে বুধবার সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়াকে আদালতে হাজির করেন। এরপর তিনি স্বেচ্ছায় জবানবন্দি দিতে রাজি হলে তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। জবানবন্দির আবেদনে তদন্ত কর্মকর্তা উলে¬খ করেন, শিমুল ভূঁইয়া মামলার অন্য আসামিদের সঙ্গে পূর্বপরিকল্পনা মোতাবেক আনোয়ারুল আজীমকে প্রলুব্ধ করে কলকাতায় নিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এরপর তার হাড়-মাংস আলাদা করে গুম করেন। এর আগে তানভীর ভূঁইয়া এমপি আনারকে বালিশচাপা দিয়ে হত্যা নিশ্চিত করেন বলে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ড শেষে শিমুল ভূঁইয়াকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ নিয়ে তিন আসামি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিলেন। অন্য দুজন হলেন শিলাস্তি রহমান ও ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া।

 

 

অপরদিকে জিহাদ হাওলাদারকে ১২ দিনের সিআইডির হেফাজত শেষে গতকাল বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কলকাতার উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালতে তোলেন পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির কর্মকর্তারা। দুপুর আড়াইটার দিকে বিচারপতি শুভঙ্কর বিশ্বাসের এজলাসে তোলা হলে সিআইডির পক্ষ থেকে আরও কিছু তথ্য উদ্ধারের জন্য ফের দুদিনের সিআইডি হেফাজতে চাওয়া হয়। বিচারপতি শুভঙ্কর বিশ্বাস সিআইডির কাছে জানতে চান ১২ দিনের সিআইডির হেফাজত দেওয়া হয়েছিল, তাতে কিছুই পাওয়া গেছে কি না। সিআইডির কর্মকর্তারা বিচারপতিকে জানান, বেশ কিছু তথ্য পাওয়া গেছে, আরও কিছু দিনের হেফাজতে দিলে তদন্তের অগ্রগতি আসবে। এরপর বিচারপতি অভিযুক্ত জিহাদকে ২ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন।

 

 

এদিকে গতকাল সংসদের বাজেট অধিবেশন শুরুর আগে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এমপি আনারের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর ঝিনাইদহ-৪ আসন শূন্য ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।