কক্সবাজারের রামুতে পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
৬ জুন, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসি জানান, রিহাব (৭) ও মারিয়া (৫) তারা ভাই বোন দুই জন মিলে বিকালে খেলতে বের হয়। পরে তারা বাড়ি না ফেরায় তার পরিবার ও এলাকাবাসী তাদের কে অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় রেললাইনের পাশে বিলের ডোবাতে পাওয়া যায়।
নিহতরা রামু উপজেলায় রাজারকুল ইউনিয়নের মৌলভী পাড়া ১নং ওয়ার্ড এলাকার সৌদি প্রবাসী মোঃ আব্দুল্লাহর দুই সন্তান। প্রতিবেশী শাহাবুদ্দিন বলেন, সন্ধ্যার দিকে বাড়ি থেকে ঘুরতে বের হয়েছিলো তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে নয়াখাল থেকে মাছ ধরে আসার সময় ডেবায় দুই ভাইবোনের মরদেহ দেখতে পাই।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি মেম্বার মো: এরশাদ উল্লাহ। তাদের পরিবার, রিহাব ও মারিয়াকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে রেললাইনের পাশে বিলের ডোবাতে পাওয়া যায় দুই ভাই-বোনের মরদেহ।
























