০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশে স্মার্ট ভূমিসেবায় হয়রানি বন্ধ

নরসিংদীর পলাশ উপজেলায় স্মার্ট ভূমিসেবায় হয়রানি বন্ধ করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন। ফলে এর সুফল পাচ্ছে এ উপজেলার ভূমি সেবাপ্রত্যাশীরা। শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর উদ্যোগে স্মার্ট ভূমি সেবায় স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল্লাহ্ এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে স্মার্ট ভূমি সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা,পলাশ প্রেসক্লাবের মো. আশাদউল্লাহ মনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

পলাশে স্মার্ট ভূমিসেবায় হয়রানি বন্ধ

আপডেট সময় : ০৬:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪

নরসিংদীর পলাশ উপজেলায় স্মার্ট ভূমিসেবায় হয়রানি বন্ধ করতে সক্ষম হয়েছে উপজেলা প্রশাসন। ফলে এর সুফল পাচ্ছে এ উপজেলার ভূমি সেবাপ্রত্যাশীরা। শনিবার (৮ জুন) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর উদ্যোগে স্মার্ট ভূমি সেবায় স্মার্ট নাগরিক’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৪’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল্লাহ্ এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, স্মার্ট ভূমিসেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে সবাইকে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারের সবার মাঝে সচেতনতা বৃদ্ধি করাই এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য।তাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে স্মার্ট ভূমি সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা প্রদান করা হবে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা,পলাশ প্রেসক্লাবের মো. আশাদউল্লাহ মনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।