০৮:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আর্কা ফ্যাশন উইক : ‘ফেস অব বাংলাদেশ’র খেতাব জিতলেন জারিফ, দিল ও আকলিমা

আর্কা ফ্যাশন উইকের প্রথম দিনে (১৩ জুন) ফেস অব বাংলাদেশের খেতাব জিতলেন জারিফ শাবাব, দিল আফরোজ হাসান ও আকলিমা আতিকা। ২০২৪ সালের অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ফেস অব এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারা।

বৃহস্পতিবার রাজধানী গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে আর্কা ফ্যাশন উইকের অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এশিয়া মডেল ফেস্টিভ্যাল মূলত তিনদিনের একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। এখানে এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফেস অব এশিয়া। ফেস অব বাংলাদেশ এমন একটি মডেল হান্ট, যার মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন এমন তরণ তরুণীদেরকে খুঁজে বের করা যায়। এর লক্ষ্য বাংলাদেশি মডেলদের বৈচিত্র্য ও প্রতিভা প্রদর্শন করা এবং তাদের মডেলিং ও বিনোদন শিল্পে এগিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়া। এ বছর ফেস অব বাংলাদেশের জন্য ৭ জন নারী ও ৮ জন পুরুষ প্রতিযোগী অংশ নিয়েছেন।

উল্লেখ্য, পুরো মডেল হান্ট কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের তত্ত্বাধানে। নির্বাচিত প্রতিযোগীদেরকে মডেলিংয়ের সর্বক্ষেত্রে নিবিড় প্রশিক্ষণ দেওয়ার কাজটিও এএমটিসিই করেছে। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ছয়জন বিশিষ্ট ব্যক্তি, যারা ফ্যাশন অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য।

প্রতিযোগিতায় সুন্দর হাসির জন্য বেস্ট স্মাইলের খেতাব পেয়েছেন মারিয়া আক্তার মৃদুলা। চমৎকার হেয়ারস্টাইলের জন্য বেস্ট হেয়ার খেতাব পান আব্দুল্লাহ নুমের আর বেস্ট স্কিন খেতাব দেওয়া হয় প্লাবন সিনহাকে। প্রতিযোগিতার প্রথমে ছিল হেলথ ও ফিটনেস রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগীরা ফিউশনওয়্যার পরে হেঁটেছেন।
প্রতিযোগিতায় মেয়েরা পরেছেন ডিজাইনার লেবেল বাটারফ্লাই বাই সাগুফতার পোশাক। আর ছেলেদের পোশাক নেওয়া হয়েছে ও টু থেকে। এছাড়া চূড়ান্ত রাউন্ডে ফরমাল পোশাক পরেছেন সবাই। মেয়েদের আউটফিটগুলো ডিজাইনার লেবেল সানায়া কতুরের। আর ছেলেদের পোশাক ফিট এলিগেন্স থেকে নেয়া।

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতি এখনো ঊর্ধ্বমুখী

আর্কা ফ্যাশন উইক : ‘ফেস অব বাংলাদেশ’র খেতাব জিতলেন জারিফ, দিল ও আকলিমা

আপডেট সময় : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

আর্কা ফ্যাশন উইকের প্রথম দিনে (১৩ জুন) ফেস অব বাংলাদেশের খেতাব জিতলেন জারিফ শাবাব, দিল আফরোজ হাসান ও আকলিমা আতিকা। ২০২৪ সালের অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ফেস অব এশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তারা।

বৃহস্পতিবার রাজধানী গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে আর্কা ফ্যাশন উইকের অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এশিয়া মডেল ফেস্টিভ্যাল মূলত তিনদিনের একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। এখানে এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফেস অব এশিয়া। ফেস অব বাংলাদেশ এমন একটি মডেল হান্ট, যার মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্য, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন এমন তরণ তরুণীদেরকে খুঁজে বের করা যায়। এর লক্ষ্য বাংলাদেশি মডেলদের বৈচিত্র্য ও প্রতিভা প্রদর্শন করা এবং তাদের মডেলিং ও বিনোদন শিল্পে এগিয়ে যাওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম দেওয়া। এ বছর ফেস অব বাংলাদেশের জন্য ৭ জন নারী ও ৮ জন পুরুষ প্রতিযোগী অংশ নিয়েছেন।

উল্লেখ্য, পুরো মডেল হান্ট কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে কোরিওগ্রাফার আজরা মাহমুদের প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের তত্ত্বাধানে। নির্বাচিত প্রতিযোগীদেরকে মডেলিংয়ের সর্বক্ষেত্রে নিবিড় প্রশিক্ষণ দেওয়ার কাজটিও এএমটিসিই করেছে। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ছয়জন বিশিষ্ট ব্যক্তি, যারা ফ্যাশন অঙ্গনে নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য।

প্রতিযোগিতায় সুন্দর হাসির জন্য বেস্ট স্মাইলের খেতাব পেয়েছেন মারিয়া আক্তার মৃদুলা। চমৎকার হেয়ারস্টাইলের জন্য বেস্ট হেয়ার খেতাব পান আব্দুল্লাহ নুমের আর বেস্ট স্কিন খেতাব দেওয়া হয় প্লাবন সিনহাকে। প্রতিযোগিতার প্রথমে ছিল হেলথ ও ফিটনেস রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে প্রতিযোগীরা ফিউশনওয়্যার পরে হেঁটেছেন।
প্রতিযোগিতায় মেয়েরা পরেছেন ডিজাইনার লেবেল বাটারফ্লাই বাই সাগুফতার পোশাক। আর ছেলেদের পোশাক নেওয়া হয়েছে ও টু থেকে। এছাড়া চূড়ান্ত রাউন্ডে ফরমাল পোশাক পরেছেন সবাই। মেয়েদের আউটফিটগুলো ডিজাইনার লেবেল সানায়া কতুরের। আর ছেলেদের পোশাক ফিট এলিগেন্স থেকে নেয়া।