পবিত্র ঈদুল আজহার ছুটিতে টানা চারদিনে পৃথক ঘটনায় রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে দম্পতিসহ ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক ব্যক্তি। গুরুতর আহতাবস্থায় তাদের ঢামেক ও চমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় পুলিশ নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। সারা দেশ থেকে সড়ক দুর্ঘটনা নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, ব্যুরো প্রধানসহ জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা :
গত ১৭ জুন ঈদুল আজহার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাঁচ বন্ধু মিলে একটি প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। রাজধানী শেরেবাংলা নগর এলাকা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও ৩ জন। নিহতরা হলেন, মো. সায়েম রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)। আহতরা হলেন, রাতুল, সাগর, বিপ্লব। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিক্যালে এবং অন্য একজনকে আরেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে আসা সাইফুল ইসলাম রাজু জানান, ঈদের রাতে পাঁচ বন্ধু প্রাইভেটকারে ঘুরতে বের হয়ে শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারের পাঁচজন গুরুতর আহত হলে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ও বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। আরো একজনকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরো জানান, নিহত রাব্বির বাসা মিরপুর মাজার রোড এলাকায়। তার বাবার নাম মো. সেলিম রেজা। রাসেলের বাসা মিরপুরের ব্লক-ই, ফার্স্ট কলোনিতে। তার বাবার নাম জাকির হোসেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দৈনিক সবুজ বাংলাকে বলেন, বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। পরবর্তীকালে আইনি প্রক্রিয়ায় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দুজনের লাশ হস্তান্তর করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
মুন্সীগঞ্জ :
ঈদের পরদিন গত ১৮ জুন দিবাগত রাত সোয়া ২টায় মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বেসনাল গোরস্থান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৮ জুন) রাত সোয়া ২টায় উপজেলার বেশনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের হান্নান ছৈয়ালের ছেলে মো. নাসির ছৈয়াল (২৬), একই উপজেলার দ্বীন ইসলাম গাজীর ছেলে মোকসেদ গাজী (২৭)। আহত ব্যক্তির নাম মো. সোহাগ (২৬)। দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এম আশরাফুল ইসলাম বলেন, মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহত দুজনের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গত ১৫ জুন বিকাল সাড়ে ৪টায় মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় ঢাকামুখী সড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এরা হলেন- কুমিল্লার মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে জামিউল ইসলাম (১৯) এবং ফিরোজ মিয়ার ছেলে ইমরান হোসেন (২৫)। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম :
চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ দেখে পালানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক নিহত এবং এক যাত্রী আহত হন। গতকাল বুধবার দুপুর ২টায় সীতাকুণ্ড মগপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই অটোরিকশাচালকের নাম মেজবাহ উদ্দিন। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের তেলিপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে আহত যাত্রী মো. আরিফ কুমিরা ইউনিয়নের সোনারপাড়া গ্রামের বাসিন্দা।হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঈদের কারণে মহাসড়ক অনেকটাই ফাঁকা। এ সময়ে মহাসড়কে অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কমানোর জন্য বেপরোয়া গাড়ির বিরুদ্ধে স্পিডগান দিয়ে মামলা দিচ্ছিলেন তারা। এ সময় তেলবাহী একটি লরির সঙ্গে পাল্লা দিয়ে চলছিল দুটি অটোরিকশা। তারা লরিটিকে থামানোর সংকেত দিলে বেপরোয়া গতিতে আসা সিএনজিচালিত অটোরিকশা দুটি ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একটি অটোরিকশাকে ধাক্কা দেয় লরিটি। এতে দুর্ঘটনাটি ঘটে।সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, হাইওয়ে পুলিশের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করা হয়। আহত চালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আমিরাবাদে ওভারটেকিং করতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মো. জুবাইর (২৩) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য আরোহী। গত ১৮ জুন দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের তজু মুন্সির গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জুবাইর সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আবদুল কাইয়ুমের ছেলে। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী হলেন মো. মাসুক (২২)। অপরদিকে, গত ১৬ জুন দুপুরে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের ব্যারিয়ারে ধাক্কা লেগে সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় বাবলু (১৮) নামে আরেক যুবক আহত হয়েছেন। নিহত সাইফুল নগরের শুলকবহর এলাকার আবদুল কাদেরের ছেলে। হতাহতরা সম্পর্কে মামা-ভাগ্নে। অন্যদিকে জেলার মিরসরাই উপজেলায় বেপরোয়া গতির বাসের ধাক্কায় মাওলানা অহিদুর রহমান (৪২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। গত ১৫ জুন বিকাল ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট দক্ষিণ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ :
গত ১৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের ঘুড়কার রয়হাট্রি এলাকায় ঈদযাত্রায় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মুকুল হোসেন (৪৩) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহী রফিকুল ইসলাম। নিহত মুকুল হোসেন বগুড়া জেলার সোনাতলা থানার মহেশপাড়া গ্রামের আ. সাত্তার মাস্টারের ছেলে। তিনি নরসিংদীর একটি টেক্সটাইল মিলে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম. এ. ওয়াদুদ দৈনিক সবুজ বাংলাকে বলেন, মোটরসাইকেলের চালক রফিকুল ইসলাম নিহত মুকুল হোসেনের প্রতিবেশী ভাগনে। ওই ভাগনের সঙ্গেই ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে মহাসড়কের ঘুরকা এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক রাস্তার পাশে পড়ে যান ও মামা মুকুল হোসেন আরেকটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই মুকুল হোসেন মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে মুকুলের মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
দিনাজপুর :
গত ১৮ জুন সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ীতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রাজারামপুর এলাকার গুপ্তা প্লাইউডের গেটের সামনে অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালক এহসান হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রোগীসহ অ্যাম্বুলেন্সের সাত যাত্রী গুরুতর আহত হয়েছেন। ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সময় বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় লোকশূন্য থাকায় ঘাতক বাসটি পালিয় যায়। এই ঘটনায় নিহত যুবকের পিতা বাদী হয়ে একটি মামলা করেছেন। ঘাতক বাসসহ চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
শেরপুর :
গত ১৮ জুন রাত ১০টায় শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী বাজারে রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে আসমা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার নিহত আসমা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী খন্দকারপাড়া গ্রামের আনোয়ার হোসেন বাবুর স্ত্রী ও ৪ সন্তানের জননী। গতকাল বুধবার সকালে নকলা থানার ওসি (তদন্ত) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটির চালক বাসসহ কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। চালক ও ঘাতক বাসটির পরিচয় শনাক্ত করে তা আটকের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ বিনাময়নাতদন্তে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
নওগাঁ :
গত ১৭ জুন সকাল সাড়ে ৬টার দিকে নওগাঁর বগুড়ার তেতুলিয়া গ্রামে কোরবানির গরু নিয়ে ভটভটিযোগে ফেরার পথে আদমদিঘীর নিজ গ্রামের সামনে পৌঁছালে ভটভটি উল্টে প্রাণ হারান স্কুলছাত্র আবিদ (১৩)। একই দিন সকাল ১০টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার খড়িবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী হৃদয় (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত ওই কিশোর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে। এ বিষয়ে নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া :
ঈদের দিন ১৭ জুন সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে মোটরসাইকেল চালক মনিরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। নিহতরা হলেন- হুমায়ুন খান (৪৫) ও রবিউল খান (৫০)। তারা উভয়ই বিজয়নগর উপজেলার মেরাশানী গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। আহত মনিরুল ইসলাম লক্ষীপুর জেলার রামগঞ্জ এলাকার বাসিন্দা। আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কসবা :
গত ১৮ জুন বিকালে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তার মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে পাশের ডোবায় পড়ে গুরুতর আহত হন আরোহী ফয়সাল আহমেদ (১৭)। পরে স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পথেই তার মৃত্যু ঘটে। নিহত ফয়সাল কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশি পাড়ার ফরিদ আহমেদের ছেলে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে এখনো পুলিশের কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা :
গত ১৮ জুন বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৯টার মধ্যে দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। নিহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ঘাটপাড়ার নুর ইসলামের ছেলে মুকুল হোসেন (৫০), চুয়াডাঙ্গা পৌর এলাকার মাদরাসাপাড়ার ইজিবাইক চালক মজনুর ছেলে রাজ (১৮) এবং আহত সজিব (১৮) একই পাড়ার কালামের ছেলে। অপরদিকে, রাত সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত কাজ শেষে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মুকুল হোসেন। এ সময় সদর উপজেলার কিরনগাছি গ্রামের মোড়ে পৌঁছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মুকুল হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয় ব্যক্তিরা মুকুল হোসেনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নারায়ণগঞ্জ :
গত ১৮ জুন বিকাল সোয়া ৩টার দিকে ঘুরতে বের হয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তরুণ-তরুণী প্রাণ হারান। এরা হলো- ফতুল্লার কুতুবপুরের লাকি বাজার এলাকার বিপুল বিপ্লবের ছেলে মো. অন্তর (২৩) এবং সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো. রফিক মিয়ার মেয়ে তাজনেহার (১৭)।
দিনাজপুর :
গত ১৮ জুন বিকাল সাড়ে ৪টায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় বাসচাপায় মা-ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তার সাত মাস বয়সী সন্তান আবু জর গিফারী। আহতরা হলেন মাহবুব ইসলাম ও তার ছোট বোন সাদিয়া খাতুন। এর আগে গত ১৭ জুন সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিওড় বটতলী এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার দিওড় ইউনিয়নের কুয়েতপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এম. এ. কে. আজাদ (৭০) ও একই উপজেলার পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (ঝাউবন) তোফাজ্জল হোসেনের ছেলে এনামুল হক (৪২)। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দিওড় বটতলী নামকস্থানে ট্রাকের ধাক্কা একজন বীর মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
গোপালগঞ্জ :
গত ১৮ জুন দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও তিনজন। নিহতরা হলেন- উপজেলার রাঘদী ইউনিয়নের মুলদী গ্রামের মুকুল আলী শেখের ছেলে রাজিব শেখ (২২) ও বকুল বেগম (৩৫)। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু নোমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুর :
ঈদের দিন ভোররাত পৌনে ৪টায় গাজীপুরের টঙ্গীতে আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামের উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। এ ঘটনায় আরেক বন্ধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। নিহতরা হলো- গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার দুলাল সরদারের ছেলে দেলোয়ার ও নিহত অপরজন রাকিব। আহত নাজিম টঙ্গী পশ্চিম থানার খরতৈইল এলাকার বাসিন্দা। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় নিহত দেলোয়ার ও রাকিবের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা ছিল। আইনি প্রক্রিয়ায় পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।
লালমনিরহাট :
গত ১৬ জুন রাত ১০টায় লালমনিরহাটে সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগরাকুড়া এলাকার আজগার আলীর ছেলে ডিস ব্যবসায়ী বাবু মিয়া (৪০) ও তার স্ত্রী রোকসানা বেগম (৩৫)। নিহত এই দম্পতির দুইটি শিশু সন্তান রয়েছে। তবে দুর্ঘটনার সময় তাদের সঙ্গে দুই সন্তান ছিল না। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরিশাল :
গত ১৬ জুন সড়ক দুর্ঘটনায় বরিশালের দুই জেলায় চারজনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে কাশিপুর ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে মো. সোহাগ (১৯) ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাত সুপারভাইজার নিহত হয়েছেন এবং ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-ঝালকঠি মহাসড়কে বাস-অটোরিকশার সংঘর্ষে থ্রি-হুইলার চালক আল আমিন ও যাত্রী আলতাফ মুন্সী (৭০) নিহত হন। সংশ্লিষ্ট থানা পুলিশ কর্মকর্তারা রোববার এই তথ্য নিশ্চিত করেছেন। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
এছাড়া একইদিন ঢাকার সাভার ও ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
ফরিদপুর :
গত ১৫ জুন দুপুরে ফরিদপুরের বোয়ালমারীতে ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃদুল কাজী (৩২) নামের এক মৎস্যজীবী লীগ নেতা নিহত হয়েছেন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বাইখির বনচাকী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বোয়ালমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।






















