০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লিচুর রাজধানী দিনাজপুরে একটি ১৫ টাকা

লিচুর রাজধানী দিনাজপুরে লিচুর চড়া। লিচুর মৌসুম এখন শেষ দিকে। শেষ সময়ে দিনাজপুরের স্বাদে ভরা ও রসালো প্রতি লিচু বিক্রয় হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে। সবচেয়ে বেশি দামে বিক্রয় হচ্ছে চায়না-থ্রি জাতের লিচু। আকার ও মানভেদে ১০০টি চায়না-থ্রি জাতের লিচু ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫শত টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে। দিনাজপুর শহরের কালিতলায় নিউ মার্কেটে দেশের সবচেয়ে বড় লিচুর বাজারে দেখা যায়, সবচেয়ে বেশি দামে চায়না-থ্রি লিচু বিক্রয় করছে ব্যবসায়ীরা।

দুপুর ১২টা বাজতেই শেষ হয়ে যায় চাহিদার শীর্ষে থাকা চায়না-থ্রি জাতের লিচু। কালিতলায় নিউ মার্কেটের ৪৬টি আড়ত ছাড়াও রাস্তার দুই ধারে সারি সারি ঝুড়িতে লিচুর পসরা সাজিয়ে রেখেছে প্রায় শতাধিক ক্ষুদে ব্যবসায়ী। ভ্যানের ওপর থেকেই লিচু বেচাকেনা করছেন অনেক পাইকার। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম দেশের সর্ববৃহৎ এই লিচুর বাজার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলায় ৫ হাজার ৪৮৯ হেক্টর জমিতে লিচু বাগান হয়েছে। এর মধ্যে বোম্বাই জাতের লিচু ৩ হাজার ২৩৮ হেক্টর, মাদ্রাজি ১ হাজার, চায়না থ্রি ৭০৭, বেদানা ৩১০, চায়না-২ জাতের লিচু ১৩২ ও কাঁঠালি জাতের লিচু ২৪ হেক্টর জমিতে চাষ হয়েছে। নিউমার্কেটে পাইকারি ও খুচরা লিচু বিক্রেতা মেহেরুল ইসলাম বলেন, ১০০ পিস চায়না-থ্রি জাতের লিচু ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকায়, চায়না-২ জাতের লিচু ৭০০ থেকে ৯০০ টাকায়, বেদানা জাতের লিচু ৭০০ থেকে ৮০০ টাকায়, হাড়িয়া বেদানা ৬০০ থেকে ৮০০ টাকা, কাঁঠালি জাতের লিচু ৬০০ থেকে ৮০০ টাকা ও বোম্বাই লিচু ৫০০ টাকায় বিক্রয় হচ্ছে। ব্যবসায়ীরা বলেন, আবহাওয়ার কারণে লিচুর দাম এবার শুরু থেকেই বেশি। মৌসুমের শেষ সময়ে প্রতি হাজার লিচুতে জাত ও মানভেদে দাম বেড়েছে ২৫০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত।

তবে চাহিদা একটু বেশি থাকায় চায়না-থ্রি জাতের লিচুর দাম অনেক বেশি। দেশের সবচেয়ে বড় লিচুর বাজারে ক্রয় আসা এরশাদ হোসেন বলেন, ঢাকায় আত্মীয়-স্বজনের কাছে পাঠানোর জন্য চায়না-থ্রি জাতের লিচু ক্রয় করতে এসেছি। প্রতি বছরেই এই জাতের লিচু ঢাকায় পাঠাতে হয়। তবে এবার সর্বোচ্চ দরে ক্রয় করতে হলো প্রতি লিচু ১৫ টাকা করে। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান বলেন, এবার লিচুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে জেলায় ৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

লিচুর রাজধানী দিনাজপুরে একটি ১৫ টাকা

আপডেট সময় : ০৪:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪

লিচুর রাজধানী দিনাজপুরে লিচুর চড়া। লিচুর মৌসুম এখন শেষ দিকে। শেষ সময়ে দিনাজপুরের স্বাদে ভরা ও রসালো প্রতি লিচু বিক্রয় হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে। সবচেয়ে বেশি দামে বিক্রয় হচ্ছে চায়না-থ্রি জাতের লিচু। আকার ও মানভেদে ১০০টি চায়না-থ্রি জাতের লিচু ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫শত টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে। দিনাজপুর শহরের কালিতলায় নিউ মার্কেটে দেশের সবচেয়ে বড় লিচুর বাজারে দেখা যায়, সবচেয়ে বেশি দামে চায়না-থ্রি লিচু বিক্রয় করছে ব্যবসায়ীরা।

দুপুর ১২টা বাজতেই শেষ হয়ে যায় চাহিদার শীর্ষে থাকা চায়না-থ্রি জাতের লিচু। কালিতলায় নিউ মার্কেটের ৪৬টি আড়ত ছাড়াও রাস্তার দুই ধারে সারি সারি ঝুড়িতে লিচুর পসরা সাজিয়ে রেখেছে প্রায় শতাধিক ক্ষুদে ব্যবসায়ী। ভ্যানের ওপর থেকেই লিচু বেচাকেনা করছেন অনেক পাইকার। পাশাপাশি ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম দেশের সর্ববৃহৎ এই লিচুর বাজার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার জেলায় ৫ হাজার ৪৮৯ হেক্টর জমিতে লিচু বাগান হয়েছে। এর মধ্যে বোম্বাই জাতের লিচু ৩ হাজার ২৩৮ হেক্টর, মাদ্রাজি ১ হাজার, চায়না থ্রি ৭০৭, বেদানা ৩১০, চায়না-২ জাতের লিচু ১৩২ ও কাঁঠালি জাতের লিচু ২৪ হেক্টর জমিতে চাষ হয়েছে। নিউমার্কেটে পাইকারি ও খুচরা লিচু বিক্রেতা মেহেরুল ইসলাম বলেন, ১০০ পিস চায়না-থ্রি জাতের লিচু ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকায়, চায়না-২ জাতের লিচু ৭০০ থেকে ৯০০ টাকায়, বেদানা জাতের লিচু ৭০০ থেকে ৮০০ টাকায়, হাড়িয়া বেদানা ৬০০ থেকে ৮০০ টাকা, কাঁঠালি জাতের লিচু ৬০০ থেকে ৮০০ টাকা ও বোম্বাই লিচু ৫০০ টাকায় বিক্রয় হচ্ছে। ব্যবসায়ীরা বলেন, আবহাওয়ার কারণে লিচুর দাম এবার শুরু থেকেই বেশি। মৌসুমের শেষ সময়ে প্রতি হাজার লিচুতে জাত ও মানভেদে দাম বেড়েছে ২৫০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত।

তবে চাহিদা একটু বেশি থাকায় চায়না-থ্রি জাতের লিচুর দাম অনেক বেশি। দেশের সবচেয়ে বড় লিচুর বাজারে ক্রয় আসা এরশাদ হোসেন বলেন, ঢাকায় আত্মীয়-স্বজনের কাছে পাঠানোর জন্য চায়না-থ্রি জাতের লিচু ক্রয় করতে এসেছি। প্রতি বছরেই এই জাতের লিচু ঢাকায় পাঠাতে হয়। তবে এবার সর্বোচ্চ দরে ক্রয় করতে হলো প্রতি লিচু ১৫ টাকা করে। দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান বলেন, এবার লিচুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে জেলায় ৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে।