১১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৫ জুন) বিকেলে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাদারীপুর সরকারি কলেজ দল ট্রাইব্রেকারে ৪ — ২ গোলে শহীদ স্মৃতি কলেজ দলকে কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধি করতে হবে। এছাড়া ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি ও জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখতে হবে। তিনি ক্রীড়া চর্চার প্রতি গুরুত্ব আরোপ করে বছর ব্যাপী খেলাধুলা অব্যাহত রাখার আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জামান মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ফুটবল এসাসিয়েশনের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক ত্রিনাথ দাসসহ অন্যরা।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার আপ দল ঢাকায় বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৫ জুন) বিকেলে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মাদারীপুর সরকারি কলেজ দল ট্রাইব্রেকারে ৪ — ২ গোলে শহীদ স্মৃতি কলেজ দলকে কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

এসময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধি করতে হবে। এছাড়া ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ, মাদকাসক্তি ও জঙ্গিবাদসহ সকল অসামাজিক কর্মকান্ড হতে বিরত রাখতে হবে। তিনি ক্রীড়া চর্চার প্রতি গুরুত্ব আরোপ করে বছর ব্যাপী খেলাধুলা অব্যাহত রাখার আহবান জানান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মাসুদ আলম, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: জামান মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, ফুটবল এসাসিয়েশনের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক ত্রিনাথ দাসসহ অন্যরা।

জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র জানান, জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ও রানার আপ দল ঢাকায় বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে।