রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভায় ২০২৪-২৫ ইংরেজি অর্থ বছরের জন্য ৬৪ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ১০ টায় পৌরসভার সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
পৌর মেয়রের সভাপতিত্বে ও প্যানেল মেয়রের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে মুহিত হিরা, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত উত্তম কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ছিদ্দিক মিয়াসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারি, সকল ওয়ার্ড কাউন্সিল ও সংরক্ষিত নারী কাউন্সিলর, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।
২০২৪-২০২৫ ইংরেজি অর্থবছরের বাজেটে রাজস্ব খাতের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ১৩৭ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা। মোট রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ২৪ লাখ ৯২ হাজার ৬৩৭ টাকা। উন্নয়ন খাতের সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৩১ লাখ ১৫ হাজার ২৮৮ টাকা। উন্নয়ন খাতের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৮ কোটি ৬০ লাখ ৮ হাজার টাকা। উন্নয়ন খাতের উদ্বৃত্ত ধরা হয়েছে ৭১ লাখ ৭ হাজার ২৮৮ টাকা। মূলধন আয় ধার্য করা হয়েছে ৫৬ লাখ ৯৯ হাজার ১ টাকা। মূলধন ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ ৫০ হাজার টাকা। মূলধন উদ্বৃত্ত ধরা হয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ১ টাকা। অর্থাৎ সর্বমোট আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৪৮ লাখ ৮৪ হাজার ৪২৬ টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ২১ লাখ ৩৫ হাজার ৫০০ টাকা। সর্বমোট উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ৯২৬ টাকা।
গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে পৌরবাসীর নাগরিক সুযোগ সুবিধা আরো বাড়বে এবং জীবন মান আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এ জন্য তিনি পৌরবাসীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

























