নওগাঁয় সন্ত্রাসীদের দ্বারা ভয়ভীতি প্রদর্শন, প্রাণ নাশের হুমকী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা ভাবে হয়রানীর শিকার সাথী আকতার নামের এক মহিলা সংবাদ সম্মেলন করে প্রশাসনের নিকট বিচার চেয়েছেন। নওগাঁ শহরের পাটালীর মোড় এলাকার মোঃ রতন হোসেনের স্ত্রী সাথী আকতার ১৩ জুলাই (শনিবার) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে সাথী আকতার অভিযোগ করেছেন গত ২৮ এপ্রিল নওগাঁ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনে সাথী আকতার ছিলেন একজন প্রাথী। নির্বাচনকে কেন্দ্র করে মাদক সেবী একটি গ্রুপ তার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। সামাজিক কাজের অংশ হিসেবে সাথী আকতার ঐ মাদকসেবীদের একটি আড্ডায় মাদক সেবন বন্ধ করতে উদ্যোগ গ্রহন করলে তারা রাগান্বিত হয়ে উঠে। তাদের মধ্যে সজিব, টুটুল ও রিপনসহ কয়েক জন সাথি আকতারের বিরুদ্ধে নানারকম অশ্লীল ও নানা কুৎসা রটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত পোষ্ট দিতে থাকে। এতে সাথীসহ পরিবারের লোকজন সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে।
তাদের সমাজে মুখ দেখানো দায় হয়ে দাঁড়িয়েছে। তাদের ভয়ে থানায় অভিযোগ করতেও পারছেন না বলে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ তুলে ধরেন। দফায় দফায় স্বামী ও সন্তানকে প্রাণনাশের হুমকী প্রদান অব্যাহত রেখেছে। তিনি ও তার পরিবারের সদস্যদের নিরাপদে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার নিরাপত্তা চেয়ে এই সংবাদ সম্মেলন করেছেন।
সাথী আকতার অভিযোগ করেছেন প্রতিপক্ষরা সমাজে নেশাখোর, সন্ত্রাসী নামেই ব্যাপক পরিচিত। এমন কোন অপকর্ম নাই যা তারা করতে পারেন না। যে কোন সময় তারা এই পরিবারের জানমালের ক্ষতি করতে পারেন বলে শঙ্কায় রয়েছেন তারা।






















