⮞ শাহবাগেআন্দোলনকারীদের নামেপুলিশেরমামলা
⮞ শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরেরঅভিযোগ অস্বীকারসমন্বয়কের
⮞ আন্দোলনঅন্যদিকে ধাবিতকরার চেষ্টাচলছে-দাবিডিবির
সরকারিচাকরিতে কোটাসংস্কারের দাবিতে ২০১৮ সালের পর আবারওনতুনকরেমাত্রা পেয়েছে কোটাসংস্কার আন্দোলন। চলতিমাসের ১ তারিখ থেকে রাজপথে আন্দোলনকরছেশিক্ষার্থীরা। সবশেষবৃহস্পতিবারপুলিশব্যরিকেড ভেঙেশাহবাগঅবরোধকরেনশিক্ষার্থীরা। এদিনের ঘটনার প্রেক্ষিতে মামলাকরেছেপুলিশ। যদিওআগে থেকেই সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরআদালতেররায়েরপ্রতিশ্রদ্ধাশীল থাকারআহ্বানজানানোহচ্ছিল। পাশাপাশিঅভিযোগকরাহচ্ছিল, আন্দোলনকেবিশেষগোষ্ঠীভিন্নখাতেপ্রভাহিতকরার চেষ্টাকরছে। পুলিশেরমামলাকে দাবিকরেশিক্ষার্থীরা মামলাতুলেনিতে ২৪ ঘন্টারআল্টিমেটাম দিয়েছে। নতুনকর্মসূচিহিসেবেআজরোববারগণপদযাত্রা ও রাষ্ট্রপতিবরাবর স্মারকলিপিওপ্রদানকরার ঘোষণা দিয়েছেনতারা।
আন্দোলনেরঅন্যতমসমন্বয়কনাহিদ ইসলামবলেন, এ পর্যন্তচলমান আন্দোলনেশিক্ষার্থীরা কোথাওহামলা ও ভাঙচুরকরেনি। গত ১১ জুলাইশাহবাগেপুলিশেরসাঁজোয়াযানে কোনোহামলাহয়নিবলেরমনা থানারপুলিশকর্মকর্তা সেটানিশ্চিতকরেছিলেন। কিন্তু সেইঘটনাকে কেন্দ্র করেআজকেঅজ্ঞাতনামাহিসেবে কেন আমাদের বিরুদ্ধে মামলা দেওয়াহলো? মামলাযদি দিতেইহয়তাহলেআমাদের নামউল্লেখকরেই দেওয়া হোক। কারণএখানে স্পষ্ট যে কারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে।
তিনিবলেন, আমরাআগামী ২৪ ঘণ্টারমধ্যে এই মিথ্যা মামলাতুলে নেওয়ারআল্টিমেটামদিচ্ছি। এছাড়াযারা সেদিনশিক্ষার্থীদেরওপরহামলাকরেছেতাদের আগামী ২৪ ঘণ্টারমধ্যে শনাক্ত করেবিচারেরআওতায়নিয়েআসার দাবিজানাচ্ছি। নির্ধারিতসময়েরমধ্যে আমাদের দাবিযদি নামানাহয়, আমরাবৃহত্তর আন্দোলনে যেতেবাধ্য হবো।
এরআগেশুক্রবারসরকারিকাজেবাধা, পুলিশ সসদ্যদের আঘাত ও ক্ষতিসাধনেরঅভিযোগেশাহবাগ থানায়মামলাকরেপুলিশ ।
শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিতকরেনশাহবাগ থানারপরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন। তিনিবলেন, রাজারবাগপুলিশলাইন্সেরপরিবহনবিভাগেরগাড়িচালকখলিলুররহমানবাদীহয়ে এ মামলাকরেন। মামলায়আসামিহিসেবেসুনির্দিষ্ট কারওনামউল্লেখকরাহয়নি।
এজাহারেবলাহয়, বৃহস্পতিবারসাড়ে ৩টায় বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনেরপূর্ব ঘোষিত আন্দোলনেরকর্মসূচিছিল। সেই মোতাবেকঢাকাবিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়লাইব্রেরীরসামনেঅজ্ঞাতনামাছাত্ররাজড়োহয়েবিভিন্নহলপ্রদক্ষিণকরেশিক্ষার্থীরা বিকেল ৪টা ৪০ মিনিটেরদিকে স্লোগানদিতেদিতেশাহবাগ মোড়েরদিকেঅগ্রসরহতে থাকেন।
একপর্যায়ে আন্দোলনকারীরাশাহবাগ মোড়অতিক্রমকরে বেআইনিভাবেসরকারি দায়িত্ব পালনেবাধাসৃষ্টিকরেশাহবাগ মোড়েপুলিশেরব্যারিকেড ভেঙে ফেলে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করেকর্তব্যরতপুলিশসদস্যদের এলোপাতাড়িমারপিটকরেজখমকরে।
খলিলুররহমানআরওউল্লেখকরেন, বিএসএমএমইউরপাশেনিরাপদ স্থানেরাখা এপিসি-২৫ ও ওয়াটারক্যাননেরচারদিকে ঘেরাওকরেঅনেকসংখ্যক আন্দোলনকারী উঠে উদ্দামনৃত্য শুরুকরেএবংওয়াটারক্যাননড্রাইভারকেগাড়ি থেকে জোরপূর্বক বেরকরার চেষ্টা ও গতিরোধকরে। এ সময়ছাত্ররাবুঝিয়েশান্তকরার চেষ্টাকরেন। কিন্তু তারাপুলিশকে লক্ষ্য করেপানির বোতল, টেপটেনিসবল ও ইটেরটুকরাছুড়েমারে।
একপর্যায়েঅজ্ঞাতনামাছাত্ররাজগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগদানকরেবিভিন্ন স্লোগানদিয়েবারডেমহাসপাতালের গেটেরব্যারিকেড ভেঙেপুলিশকেআহতকরেএবংবিভিন্নধরনেরঅশ্লীল কটুক্তি করতে থাকে।
ছাত্ররাকুমিল্লাবিশ্ববিদ্যালয়সহঅন্যান্য বিশ্ববিদ্যালয়েছাত্রদের ওপরহামলাএবংশাহবাগ থানায়ছাত্রদের ধরেনিয়ে গেছে বলে গুজব ছড়িয়েপরিস্থিতিউত্তপ্তকরার চেষ্টাকরেএবংপুলিশকেমারারজন্য তেড়েআসে ও পুলিশকেবিভিন্নভয়ভীতি ও হুমকিপ্রদানকরেশাহবাগ মোড়ত্যাগকরে।
গত ৫জুন হাইকোর্টে সরকারিচাকুরীতে কোটাপুনর্বহালকরেরায়প্রদান। বর্তমানেহাইকোর্টেররায়েরউপর স্থীতিবস্থা চলছেআপিলবিভাগেরসিদ্ধান্তে। গত বৃহস্পতিবারহাইকোর্টেররায়েরমূলকপিপ্রকাশকরাহয়। ২০১৮ সালের কোটাবাতিলেরপরিপত্রঅবৈধ ঘোষণাকরেআদালতবলেছে, সব কোটাইফিরিয়েআনতেহবেএবংসরকারচাইলে কোটারহারপরিবর্তনকরতেপারবে।
এরআগেবুধবার কোটাপুনর্বহালকরেহাইকোর্টেররায়নিয়ে সব পক্ষকেই স্থিতাবস্থা বজায়রাখতেনির্দেশ দিয়েছেসর্বোচ্চআদালত। হাইকোর্টেররায় স্থগিত চেয়েরাষ্ট্রপক্ষ ও দুইশিক্ষার্থীর আবেদনের ওপরশুনানিনিয়েপ্রধানবিচারপতিওবায়দুলহাসানের নেতৃত্বে গঠিতআপিলবিভাগেরনিয়মিত বেঞ্চ এ আদেশ দেয়। ৭ আগস্ট পর্যন্ত এই স্থিতাবস্থা থাকবে।
আপিলবিভাগেররায়েরপরওরায়প্রত্যাখানকরেবুধবার ও বৃহস্পতিবারপূর্বঘোষিতবাংলাব্লকেডকর্মসূচিপালনকরেন আন্দোলনকারীশিক্ষার্থীরা। বুধবাররাজধানীঢাকারবিভিন্নপয়েন্টে অবরোধকরায়কার্যতঅচলহয়েপরেরাজধানী। রেলপথ অবরোধেপ্রায় ৫ঘন্টা রাজধানীর সঙ্গে সারদেশের রেলযোগাযোগব্যহতহয়। ঢাকাছাড়াও দেশেরবিভিন্ন স্থানেসড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধকরেনশিক্ষার্থীরা। পরদিনপুলিশ শক্ত অবস্থানে গেলেওরাজধানীরশাহবাগঅবরোধকরেনশিক্ষার্থীরা। কুমিল্লা, চট্টগ্রামসহ দেশেরবিভিন্ন স্থানেপুলিশের সঙ্গে সংঘাতেজড়ানোরঘটনা ঘটে।
সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বারবারশিক্ষার্থীদেরআদালতেররায়েরপ্রতিআস্থা রেখেরাজপথ ছাড়ারআহ্বানজানান। তবেশিক্ষার্থীরা তাদের আন্দোলনঅব্যহতরাখার ঘোষণা দেন। এমনপরিস্থিতিবিএনপি ও ছাত্রদলসরাসরিশিক্ষার্থীদেরসমর্থন দেয়। যৌক্তিক সমাধানের দাবিজানায়ছাত্রলীগ। তবেআওয়ামিলীগসাধারণসম্পাদক ও সেতুমন্ত্রীওবায়দুলকাদের অভিযোগকরেন, আন্দোলনকেভিন্নখাতে নেওয়ার চেষ্টাকরছেবিশেষগোষ্ঠী।
এরমধ্যে বৃহস্পতিবারপুলিশ বেরিকেড ভেঙেশাহবাগঅবরোধকরেনশিক্ষার্থীরা। এদিনের ঘটনার প্রেক্ষিতে আন্দোলনরতশিক্ষার্থীদেরবিরুদ্ধে ডিএমপিরশাহবাগ থানায়মামলাকরেছেপুলিশ।
শনিবারআওয়ামীলীগসাধারণসম্পাদকওবায়দুলকাদের বলেন,সংবিধানেরবাইরেগিয়ে কোটাসংস্কারের দাবিতে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই। সরকারিচাকরিতে কোটারবিষয়টিবিচারাধীনবিষয়, আইনেরবাইরেযাওয়ারসুযোগ নেই। আইনতারনিজস্ব গতিতেচলবে।
কোটাসংস্কার আন্দোলনঅন্যদিকে ধাবিতকরার চেষ্টাচলছে দাবিকরেঢাকামহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আন্দোলনকারীশিক্ষার্থীদেরঅন্য কেউ ইন্ধনদিতেপারে, ঘটনাটিঅন্যদিকে ধাবিতকরারও চেষ্টাচলছে। এদিকে কোটাবিরোধী আন্দোলনেপুলিশেরযানবাহনভাঙচুর, পুলিশসদস্যদের ওপরহামলাএবংমারধরেরঘটনায়শাহবাগ থানায়মামলাহয়েছে। মামলায়আসামিকরাহয়েছেঅজ্ঞাত।
ডিবিপ্রধানবলেন, কেউ যদি আদালতেরআদেশনামানে, আন্দোলনেরনামেজান-মালের ক্ষতিকরে, সড়কঅবরোধকরে, তাহলেআইনশৃঙ্খলাবাহিনীর যে যৌক্তিক কাজ সেটাইকরাহবে। গতকালশনিবার দুপুরেমিন্টো রোডেরনিজকার্যালয়েসাংবাদিকদেরপ্রশ্নেরজবাবেতিনিএসবকথাবলেন।























