০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়নের অভিযোগ তুলেছেন বীর নিবাস বরাদ্দপ্রাপ্ত কতিপয় বীর মুক্তিযোদ্ধা বলে জানা গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্মারক নং-মুবিম/পিডি/অ,বী,মু,আ.নিপ্র/ম-০১/২০২১/৭৬৮ তারিখ ০৯/০৩/২০২২ খ্রিঃ বিষয় ২য় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের আবাসন নির্মাণে ডিপিপি অনুযায়ী ক্ষমতা পৃণঃঅর্পণ প্রসঙ্গে পত্রে বদলগাছী উপজেলায় ৫৪ জন বীর মুক্তিযোদ্ধা বা তাঁর উত্তরাধিকারীদের বীর নিবাস নির্মাণের লক্ষ্যে ডিপিপি অনুযায়ী টেন্ডার আহ্বান, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার, চুক্তিপত্র সম্পাদন, কার্যাদেশ প্রদান, কাজ বুঝে নিয়ে অর্থপরিশোধ বরার জন্য প্রকল্প পরিচালকের পাওয়ার সাব ডেলিগেট করা হলো । এই পত্র সুত্র অনুয়ায়ী ৫৪ টি বীর নিবার্স নির্মাণ কাজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লটারীর মাধ্যমে প্রাপ্ত ৯টি ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করান। ১৬/০৭/২০২৪ ইং তারিখে উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রারে মৃত বীর মুক্তিযোদ্ধা ছাইদুল ফকির ( তালিকার ক্রমিক নং ৩৮) এবং ৩৯ নং ক্রমিকে থাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফকির , ৪০ নং ক্রমিককে থাকা বীর মুক্তিযোদ্ধা মোঃ ছামসুল আলম ,৪১ নং ক্রমিকের আবুল কাসেম সাহ দ্বয়ের বীর নিবাস নির্মাণ কাজ সরেজমিনে তদন্ত করি। তদন্তকালে মৃত বীরমুক্তিযোদ্ধা ছাইদুল ইসলামের ছেলে মোঃ রাসেল বলেন ইট খারাপ, ভিত্তে ১/৬ ভাগে ২ ইি সিসি ঢালাই দেই ১,২,৩ নং মিশ্রিত ইটের খোওয়া (যাতে ডাস্ট রয়েছে বেশী) দিয়ে ইটের গাাঁথুনী দেয় ১/৬ ভাগে এবং পানির পাম্প না বসায়ে নির্মাণ কাজ কোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম স্বপন তার ভাই মিস্ত্রি ও নিজের লোকজন দ¦ারা নির্মাণ কাজ করছেন। এছাড়াও তাকে প্রাক্কলন বা ইস্টিমেট দেওয়া হয়নি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফকিরও একই কথা বলেন। শামছুল আলমের স্ত্রী ও তার ছেলের বউ মোছাঃ তানজিলা আক্তার বলেন চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন ও তার ভাই মিস্ত্রিী ও লোকজনদের নিকট প্রাক্কলন বা ইস্টিমেট চাইলে ইংরাজীতে লেখা তা নিয়ে কি করবেন আপনারা তো পড়তে পারবেন না বলে তাদেক বলেন, ২ ট্রাক খারাপ ইট দিয়ে এবং ১,২,৩ নং ইটের খোওয়া( যাতে ডাস্ট রয়েছে বেশী) দিয়ে ১/৬ ভাগে ভিত্তে ২ ইি সিসি ঢালাই দিয়ে ধারী পর্যন্ত ইটের গাথুনী তোলার পর কিছুটা ভালো ইট দিয়ে ১/৫ ও ১/৬ ভাগে সিমেন্ট বালু দিয়ে জ্বানালা পর্যন্ত ইটের গাথুনী তোলা হয়। কোলা চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন তার ভাই( মিস্ত্রী) ও লোকজন দ্বারা নির্মাণ কাজ করছেন বলে জানান , মৃত বীর মুক্তিযোদ্ধার আবুল কাসেমের ছেলে মোঃ কায়সার আলী মোবাইল ফোনে বলেন ইট অত্যন্ত খারাপ অর্থাৎ গরিয়া ইট যা খোওয়ার কাজে ব্যবহার করা হয় এবং ১,২,৩ নং ইটের খোওয়া মিশ্রিত করে (ডাস্ট বেশী ) ১/৬ ও ১/৫ ভাগে কাজ করছে। এছাড়াও সে বলেন তারা বাড়ীতে না থাকার দিন ভিতে সিসি ঢালাই দিয়েছে তাদের ইচ্ছা মতো এবং পাম্প না বসানোর কারণে ভিত ঢালাই ও জ্বানালা পর্যন্ত ইট গাথুনীতে সঠিক ভাবে পানি দিতে না পারায় গাথুনীর সিমেন্ট বালু ঝুর ঝুর করে খুলে পড়ছে। উরোলিখিত বীর নিবাস নির্মানকারী প্রতিষ্টান মেসার্স এবি কনস্টাকশন এর স্বত্তাধিকারী আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের বিদ্যুত চন্দ্রের সঙ্গে মোবাইল ফোনে উপরোক্ত বীর নিবাস নির্মানে অনিয়মের কথা জানতে চাইলে , মেসার্স এবি কনস্টাকশনের স্বত্তাধিকারী তিনি নয় বলে জানিয়ে বলেন মেসার্স এবি কনস্টাকশনের মালিক বদলগাছীর জনৈক ব্যক্তি , সে কাজ কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনকে দিয়েছে এবং স্বপনই তার ভাই (মিস্ত্রিী) ও তার লোকজন দ্বারা কাজ করাচ্ছেন। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল ইসলামের কার্যালয়ে উপরেিিল্লখিত বিষয়ে কথা বলাকালীন সময়ে পিআইও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফকিরের সঙ্গে মোবাইল ফোনে অনিয়মের বিষয়ে অবগত হয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন বলে তাঁকে জানান। এছাড়াও তিনি এই প্রতিনিধিকে ১৭ জুলাই/২৪ ইং তারিখে মোবাইল ফোনে মেসার্স এবি কনস্টাকশনের স্বত্তাধিকারী বিদ্যুত চন্দ্রের কাগজপত্র তার কার্যালয়ে সংরক্ষনে আছে বলে জানান ।

জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৫:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

নওগাঁর বদলগাছীতে বীর নিবাস নির্মাণে ব্যাপক অনিয়নের অভিযোগ তুলেছেন বীর নিবাস বরাদ্দপ্রাপ্ত কতিপয় বীর মুক্তিযোদ্ধা বলে জানা গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্মারক নং-মুবিম/পিডি/অ,বী,মু,আ.নিপ্র/ম-০১/২০২১/৭৬৮ তারিখ ০৯/০৩/২০২২ খ্রিঃ বিষয় ২য় পর্যায়ে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরের আবাসন নির্মাণে ডিপিপি অনুযায়ী ক্ষমতা পৃণঃঅর্পণ প্রসঙ্গে পত্রে বদলগাছী উপজেলায় ৫৪ জন বীর মুক্তিযোদ্ধা বা তাঁর উত্তরাধিকারীদের বীর নিবাস নির্মাণের লক্ষ্যে ডিপিপি অনুযায়ী টেন্ডার আহ্বান, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার, চুক্তিপত্র সম্পাদন, কার্যাদেশ প্রদান, কাজ বুঝে নিয়ে অর্থপরিশোধ বরার জন্য প্রকল্প পরিচালকের পাওয়ার সাব ডেলিগেট করা হলো । এই পত্র সুত্র অনুয়ায়ী ৫৪ টি বীর নিবার্স নির্মাণ কাজ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লটারীর মাধ্যমে প্রাপ্ত ৯টি ঠিকাদারের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করান। ১৬/০৭/২০২৪ ইং তারিখে উপজেলার ৪ নং মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর গ্রারে মৃত বীর মুক্তিযোদ্ধা ছাইদুল ফকির ( তালিকার ক্রমিক নং ৩৮) এবং ৩৯ নং ক্রমিকে থাকা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফকির , ৪০ নং ক্রমিককে থাকা বীর মুক্তিযোদ্ধা মোঃ ছামসুল আলম ,৪১ নং ক্রমিকের আবুল কাসেম সাহ দ্বয়ের বীর নিবাস নির্মাণ কাজ সরেজমিনে তদন্ত করি। তদন্তকালে মৃত বীরমুক্তিযোদ্ধা ছাইদুল ইসলামের ছেলে মোঃ রাসেল বলেন ইট খারাপ, ভিত্তে ১/৬ ভাগে ২ ইি সিসি ঢালাই দেই ১,২,৩ নং মিশ্রিত ইটের খোওয়া (যাতে ডাস্ট রয়েছে বেশী) দিয়ে ইটের গাাঁথুনী দেয় ১/৬ ভাগে এবং পানির পাম্প না বসায়ে নির্মাণ কাজ কোলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম স্বপন তার ভাই মিস্ত্রি ও নিজের লোকজন দ¦ারা নির্মাণ কাজ করছেন। এছাড়াও তাকে প্রাক্কলন বা ইস্টিমেট দেওয়া হয়নি। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফকিরও একই কথা বলেন। শামছুল আলমের স্ত্রী ও তার ছেলের বউ মোছাঃ তানজিলা আক্তার বলেন চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন ও তার ভাই মিস্ত্রিী ও লোকজনদের নিকট প্রাক্কলন বা ইস্টিমেট চাইলে ইংরাজীতে লেখা তা নিয়ে কি করবেন আপনারা তো পড়তে পারবেন না বলে তাদেক বলেন, ২ ট্রাক খারাপ ইট দিয়ে এবং ১,২,৩ নং ইটের খোওয়া( যাতে ডাস্ট রয়েছে বেশী) দিয়ে ১/৬ ভাগে ভিত্তে ২ ইি সিসি ঢালাই দিয়ে ধারী পর্যন্ত ইটের গাথুনী তোলার পর কিছুটা ভালো ইট দিয়ে ১/৫ ও ১/৬ ভাগে সিমেন্ট বালু দিয়ে জ্বানালা পর্যন্ত ইটের গাথুনী তোলা হয়। কোলা চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন তার ভাই( মিস্ত্রী) ও লোকজন দ্বারা নির্মাণ কাজ করছেন বলে জানান , মৃত বীর মুক্তিযোদ্ধার আবুল কাসেমের ছেলে মোঃ কায়সার আলী মোবাইল ফোনে বলেন ইট অত্যন্ত খারাপ অর্থাৎ গরিয়া ইট যা খোওয়ার কাজে ব্যবহার করা হয় এবং ১,২,৩ নং ইটের খোওয়া মিশ্রিত করে (ডাস্ট বেশী ) ১/৬ ও ১/৫ ভাগে কাজ করছে। এছাড়াও সে বলেন তারা বাড়ীতে না থাকার দিন ভিতে সিসি ঢালাই দিয়েছে তাদের ইচ্ছা মতো এবং পাম্প না বসানোর কারণে ভিত ঢালাই ও জ্বানালা পর্যন্ত ইট গাথুনীতে সঠিক ভাবে পানি দিতে না পারায় গাথুনীর সিমেন্ট বালু ঝুর ঝুর করে খুলে পড়ছে। উরোলিখিত বীর নিবাস নির্মানকারী প্রতিষ্টান মেসার্স এবি কনস্টাকশন এর স্বত্তাধিকারী আক্কেলপুর উপজেলার জালালপুর গ্রামের বিদ্যুত চন্দ্রের সঙ্গে মোবাইল ফোনে উপরোক্ত বীর নিবাস নির্মানে অনিয়মের কথা জানতে চাইলে , মেসার্স এবি কনস্টাকশনের স্বত্তাধিকারী তিনি নয় বলে জানিয়ে বলেন মেসার্স এবি কনস্টাকশনের মালিক বদলগাছীর জনৈক ব্যক্তি , সে কাজ কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপনকে দিয়েছে এবং স্বপনই তার ভাই (মিস্ত্রিী) ও তার লোকজন দ্বারা কাজ করাচ্ছেন। এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ময়নুল ইসলামের কার্যালয়ে উপরেিিল্লখিত বিষয়ে কথা বলাকালীন সময়ে পিআইও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ফকিরের সঙ্গে মোবাইল ফোনে অনিয়মের বিষয়ে অবগত হয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবেন বলে তাঁকে জানান। এছাড়াও তিনি এই প্রতিনিধিকে ১৭ জুলাই/২৪ ইং তারিখে মোবাইল ফোনে মেসার্স এবি কনস্টাকশনের স্বত্তাধিকারী বিদ্যুত চন্দ্রের কাগজপত্র তার কার্যালয়ে সংরক্ষনে আছে বলে জানান ।