✦রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব ক্রু নিহত
✦মস্কোতে পুতিন-আসাদের বৈঠক
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, তার দেশ রাশিয়ার সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত। তবে শর্ত হলো, রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের আ লিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে। ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনো চুক্তিই সম্ভব নয়। তবে আলোচনা শুরুর জন্য রাশিয়ার তরফ থেকে কোনো প্রস্তুতি বা আগ্রহ দেখতে পাচ্ছেন না তিনি। গত বুধবার সন্ধ্যায় এক ভিডিও ভাষণে চীনা কূটনৈতিক নেতৃত্বের সঙ্গে গভীর আলোচনার এক দিন পর ফশফন এই অবস্থান ব্যক্ত করলেন। রাশিয়া ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম ইউক্রেনের শীর্ষ কোনো কর্মকর্তা চীন সফরে গেলেন। ইউক্রেনের একটি সূত্র জানিয়েছে, কুলেবা চীন সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে গভীর আলোচনা করেছেন।
বৈঠকের বিষয়বস্তু নিয়ে কুলেবা বলেছেন, আমি দুটি মূলনীতির ওপর জোর দিয়েছি, যেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। প্রথমটি হলো, ইউক্রেনকে ছাড়া ইউক্রেনের বিষয়ে কোনো চুক্তি নয় এবং দ্বিতীয়টি হলো, ইউক্রেনের আ লিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পরিপূর্ণ সম্মান। যদি এ দুটি মূলনীতি প্রতিপালিত হয়, তাহলে আমরা যেকোনো আলোচনায় বসতে এবং সমাধান খুঁজতে প্রস্তুত।
এর আগে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় কুলেবাকে উদ্ধৃত করে জানিয়েছিল, ইউক্রেন রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে রাশিয়াকে অবশ্যই এ বিষয়ে সত্যিকারের আগ্রহ দেখাতে হবে। তবে ইউক্রেন রাশিয়ার তরফ থেকে সেরকম কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছে না। এদিকে, ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়ার সেনারা প্রতিদিনই একটু একটু করে অগ্রসর হচ্ছে দেশটির আরও গভীরে। এই অবস্থায় ইউক্রেন দরকষাকষির অবস্থানে কৌশলগতভাবে খানিকটা পিছিয়ে। তার পরও দেশটি আন্তর্জাতিক মে নিজেদের অবস্থানের পক্ষে ওকালতি করে যাচ্ছে। অন্যদিকে ওয়াং ই ও দিমিত্রো কুলেবার বৈঠকের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, দুই মন্ত্রী দীর্ঘ মেয়াদে দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি আলোচনা করেছেন। চীন ইউক্রেন থেকে খাদ্য আমদানি বাড়াবে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই আলোচনার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ইঙ্গিত দিয়েছে, কিন্তু শর্তগুলো এখনো পরিপূর্ণ হয়নি। তবে আমরা শান্তি আলোচনা পুনরায় শুরুর মাধ্যমে একটি যুদ্ধবিরতিসহ শান্তি ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত।’
রুশ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব ক্রু নিহত
রাশিয়ার কালুগা অ লে আজ একটি এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সব ক্রু প্রাণ হারিয়েছেন। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এএফপি এই তথ্য জানিয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনাটি মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অ লে ঘটে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, কালুগা অ লে একটি এমআই-২৮ বিধ্বস্ত হয়েছে… ক্রুরা মারা গেছেন। তবে হেলিকপ্টারে ঠিক কতজন ক্রু ছিলেন, সে তথ্য মন্ত্রণালয় প্রকাশ করেনি। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সম্ভবত কারিগরি ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইন্টারফ্যাক্স সংবাদমাধ্যমকে জানিয়েছে যে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্ক করা হয়েছে। এমআই-২৮ হেলিকপ্টারটি সোভিয়েত আমলে নির্মিত একটি মডেল, যা ১৯৮২ সালে প্রথম আকাশে ওড়ে। এটি দুই আসনবিশিষ্ট একটি যুদ্ধ হেলিকপ্টার, যা মূলত আক্রমণাত্মক মিশন এবং যুদ্ধের কাজে ব্যবহৃত হয়। মালামাল বহনের ক্ষেত্রে এর বিশেষ কোনো সক্ষমতা নেই। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এমআই-২৮ হেলিকপ্টারের বিভিন্ন যান্ত্রিক সমস্যার ইতিহাস রয়েছে। যদিও এটি যুদ্ধক্ষেত্রে খুবই কার্যকর, তবুও এর রক্ষণাবেক্ষণ ও অপারেশনাল কার্যক্রমে সমস্যা হতে পারে। রাশিয়ার এই সামরিক হেলিকপ্টারটি বিভিন্ন মিশনে ব্যবহার করা হয়, বিশেষ করে বিভিন্ন আক্রমণাত্মক মিশনে। এমআই-২৮ এর ডিজাইন এবং কার্যক্ষমতা এটি অন্যান্য হেলিকপ্টারের তুলনায় ভিন্ন করে তোলে। এই দুর্ঘটনার পর, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।
মস্কোতে পুতিন-আসাদের বৈঠক
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। মস্কোতে অবস্থিত প্রেসিডেন্টের দাপ্তরিক ভবন ক্রেমলিনে বুধবার বৈঠকটি হয়। প্রেসিডেন্টের প্রেস সার্ভিস ওই বৈঠকের কথা নিশ্চিত করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে তার ঘনিষ্ঠ মিত্র পুতিন বলেন, ‘সামগ্রিকভাবে এই অ লের পরিস্থিতি কীভাবে বিকশিত হচ্ছে, সে বিষয়ে আমি আপনার মতামত জানতে আগ্রহী। দুর্ভাগ্যবশত, বৃদ্ধির দিকে একটি প্রবণতা রয়েছে। আমরা তা দেখতে পাচ্ছি। এটা সরাসরি সিরিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এ সময় আসাদ বলেন, আজ গোটা বিশ্বে, বিশেষ করে ইউরেশীয় অ লে যেসব ঘটনা ঘটছে, সেই বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এবং সম্ভাব্য সম্ভাবনা ও পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য আমাদের আজকের এ বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে।

























