রাজশাহীর দুর্গাপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারার ব্যক্তিগত উদ্যোগে উপজেলা পরিষদের হল রুমে সকাল ১০ টায় অসহায় মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৫ (পুঠিয়া, দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক শরিফুজ্জামান শরিফ , দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু, সহকারি কমশিনার (ভুমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আবু ওবাইদা মাসুম, পৌর আওয়ামীলীগের সভাপতি আজাহার আলী, কিসমতগনকৈড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, ঝালুকা ইউপি চেয়ারম্যান আকতার আলী, জয়নগর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাটসহ প্রমুখ।
মন্ত্রী তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ আমরা একটি স্বাধীন দেশের অধিবাসী এবং জাতি হিসেবে মেধা ও মননে পরিপূর্ণরুপে বিকশিত হতে পারছি। বাংলাদেশের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে বলেও প্রত্যাশা করেন তিনি।






















