০৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বড়াল নদীর ওপর এগিয়ে চলেছে সেতুর কাজ 

পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীর ওপর সেতুর কাজ এগিয়ে চলেছে। ২০২৩ সালের আগস্ট মাসে উপজেলার মেন্দা কুঠিপাড়া নামক স্থানে ব্রিজের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়।
২০২০ সালে প্রথম ঠিকাদার বড়াল নদীতে পাইলিং, বেসমেন্ট ও পিলারের কাজ শুরু করলেও দীর্ঘসুত্রতার কারণে ঐ ওয়ার্ক অর্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বান করা হয়। পরে কাজটি পায় নতুন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রকল্প সূত্রে জানা যায়, মূল ব্রিজের দৈর্ঘ্য ৯৬ মিটার হলেও এর ভায়া ডাকের (Via Duck) দৈর্ঘ্য ৮০ মিটার। প্রথম পর্যায়ের কাজে প্রায় ৭ কোটি টাকা ব্যয় হয়‌। দ্বিতীয় পর্যায়ে টাকা বেড়ে বরাদ্দ হয় ৮ কোটি ২৮ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ।
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হারুন অর রশিদ জানান, ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ও চারটি স্লাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট তিনটি স্লাব ঢালাইয়ের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী আফ্রোজা পারভীন দৈনিক সবুজ বাংলাকে বলেন, ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে মেন্দা থেকে ভাঙ্গুড়া পৌরসভার মাষ্টার পাড়া মোড় পর্যন্ত বাইপাস সংযোগ সড়ক সম্প্রসারণ করা হবে। সে সময় ভাঙ্গুড়া-নওগাঁ ও অষ্টমনিষা সড়কে যান চলাচল সহজ হবে।
জনপ্রিয় সংবাদ

বড়াল নদীর ওপর এগিয়ে চলেছে সেতুর কাজ 

আপডেট সময় : ০৩:৩৯:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
পাবনার ভাঙ্গুড়া উপজেলার বড়াল নদীর ওপর সেতুর কাজ এগিয়ে চলেছে। ২০২৩ সালের আগস্ট মাসে উপজেলার মেন্দা কুঠিপাড়া নামক স্থানে ব্রিজের দ্বিতীয় ধাপের কাজ শুরু হয়।
২০২০ সালে প্রথম ঠিকাদার বড়াল নদীতে পাইলিং, বেসমেন্ট ও পিলারের কাজ শুরু করলেও দীর্ঘসুত্রতার কারণে ঐ ওয়ার্ক অর্ডার বাতিল করে নতুন টেন্ডার আহ্বান করা হয়। পরে কাজটি পায় নতুন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রকল্প সূত্রে জানা যায়, মূল ব্রিজের দৈর্ঘ্য ৯৬ মিটার হলেও এর ভায়া ডাকের (Via Duck) দৈর্ঘ্য ৮০ মিটার। প্রথম পর্যায়ের কাজে প্রায় ৭ কোটি টাকা ব্যয় হয়‌। দ্বিতীয় পর্যায়ে টাকা বেড়ে বরাদ্দ হয় ৮ কোটি ২৮ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ।
ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি হারুন অর রশিদ জানান, ব্রিজের অ্যাপ্রোচ সড়ক ও চারটি স্লাব ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট তিনটি স্লাব ঢালাইয়ের কাজ শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী আফ্রোজা পারভীন দৈনিক সবুজ বাংলাকে বলেন, ব্রিজের নির্মাণ কাজ শেষ হলে মেন্দা থেকে ভাঙ্গুড়া পৌরসভার মাষ্টার পাড়া মোড় পর্যন্ত বাইপাস সংযোগ সড়ক সম্প্রসারণ করা হবে। সে সময় ভাঙ্গুড়া-নওগাঁ ও অষ্টমনিষা সড়কে যান চলাচল সহজ হবে।