স্থানীয় বৈঠকে সম্পত্তি এজবদল করে রাস্তা তৈরি করার কথা থাকলেও সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ৫০ থেকে ৬০ জন লোককে দিয়ে জোরপূর্বক ভাবে ১৫ থেকে ১৮ টি আকাশী ও মেহগনিসহ বিভিন্ন জাতের প্রায় পঞ্চাশ হাজার টাকার মূল্যবান গাছ কেটে নিয়ো গেছে এবং গাছ কাটার সময় বাঁধা দিতে আসলে মেরে লাশ নদীতে ভাসাইয়া দিবে বলে হুমকি দেয়া হয়। একই বাড়ির একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন উপজেলার বাগড়া বাজারের শোভান এলাকার তালুকদার বাড়ির বাসিন্দা মফিজুল ইসলাম তালুকদার। তিনি আরো জানান ২০০১ সালে আমার ক্রয়কৃত বিশ শতাংশ জমির কিছু অংশে লাগানো গাছগুলো তারা এভাবে নির্বিচারে কেটেছে। তারা পেশী শক্তি ও দলেবলে বলিয়ান বিধায় এলাকার শালিশ-দরবার, আইন-কানুন কোন কিছুই তোয়াক্কা না করে কথায় কথা পেশী শক্তি প্রদর্শন করে আসছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সংগঠিত জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার ঘটনায় সাত জনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মফিজুল ইসলাম তালুকদার। অভিযুক্ত আসামীগন হলেন, জাহাঙ্গীর তালুকদার, রিয়াদ তালুকদার, সুজন তালুকদার, শাহাদাত তালুকদার, শিপন তালুকদার, সোহাগ তালুকদার, নয়ন তালুকদার।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স্কুল শিক্ষক শাহাদাত তালুকদার ঘটনার কথা অস্বীকার করে বলেন, মফিজ ভাইয়ের সম্পত্তির ভাগের কোন গাছ কাটা হয়নি। রাস্তা করার জন্য সম্পত্তি এজবদলের বিষয়ে আমি কিছুই জানি না।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এস আই মাহাবুব ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে আমি গণনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সম্পর্কে যেহুতু স্থানীয় ইউপি মেম্বার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবগত আছেন তাই উভয়পক্ষের সম্মতিতে খুব সহসায় স্থানীয় ভাবে বসে সমস্যাটির সমাধানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।






















