বিএনপি নেতা হাজী মোহাম্মদ মির্জা হোসেন প্রধান মেম্বার ইন্তেকাল করেন।মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন বিএনপি’র প্রবীণ রাজনৈতিক ব্যক্তি কর্মীবান্ধব নেতা। ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মির্জা হোসেন প্রধান মেম্বার।তিনি টেংগারচর গ্রামের ছিটু-হাজী প্রধান বাড়ির প্রবীণ ব্যক্তি ছিলেন।
জানা যায়,তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট রোগসহ নানা রোগে আক্রান্ত ছিলেন।তার পুত্র ডাঃসাইদুর আরো জানায়,কয়েক দিন যাবত তিনি একটু বেশি অসুস্থ হয়ে পরেন।পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ৩ আগষ্ট
শনিবার সকাল সাড়ে ১১ টায় ইন্তেকাল করেন।
মৃত্যু মির্জা হোসেন প্রধান এক ছেলে, তিনকন্যা ও স্ত্রী সহ নানা গুন্যগাহী রেখে যান।
হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসার পর,বিকেল এ আছর নামাজের পরপর টেংগারচর বাজার মসজিদ সংলগ্ন মাদ্রাসা মাঠে জানাজা দেয়া হয়।জানাজা শেষ টেংগারচর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সাহিত করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।তার মৃত্যুতে সহপাঠী মনে সহ সারা এলাকায় শোকের মাতন।






















