১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকতকে আহ্বায়ক, দিগন্ত টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৬ আগষ্ট) বিকালে চট্টগ্রাম মহানগরীর তৃণমূল সাংবাদিকদের প্লাটফর্ম থেকে সর্বসম্মতভাবে এ প্রস্তাব ঘোষণা করা হয়।

মঙ্গলবার সারাদিন স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র জনতার বৃহত্তর এক সমাবেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও আওয়ামী জালেম সরকার সমর্থিত ও দলীয় লেজুড় ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এই অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়।

কমিটি ঘোষণা করেন,চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। গঠিত অন্তবর্তীকালীন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা, শিব্বির আহমদ ওসমান।

এসময় আহবায়ক কমিটির সদস্যরা জানান,অতিসত্বর আমরা নতুনভাবে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবো। তারা আরো বলেন, বিগত বছরগুলিতে নতুনদের এই ক্লাবে স্থান দেয়া হয়নি, সদস্য করা হয়নি, এমনকি প্রেসক্লাব ব্যতিত কোথাও কোনো সাংবাদিক নির্যাতিত হলে তারা তার জেনেও প্রতিবাদ করেনি। আমরা আশাকরি এসবের অবসান এইবার হবে।

এই অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর তৎসংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাব রেজি নং-(১৫৮৩/১৯৯০)এর প্রদত্ত অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

চট্টগ্রাম প্রেসক্লাব’র অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

আপডেট সময় : ০৮:৫৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদেরী শওকতকে আহ্বায়ক, দিগন্ত টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (৬ আগষ্ট) বিকালে চট্টগ্রাম মহানগরীর তৃণমূল সাংবাদিকদের প্লাটফর্ম থেকে সর্বসম্মতভাবে এ প্রস্তাব ঘোষণা করা হয়।

মঙ্গলবার সারাদিন স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র জনতার বৃহত্তর এক সমাবেশ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।
সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকবৃন্দ এবং ছাত্র-জনতার তীব্র আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও আওয়ামী জালেম সরকার সমর্থিত ও দলীয় লেজুড় ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে এই অন্তর্বতীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়।

কমিটি ঘোষণা করেন,চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ। গঠিত অন্তবর্তীকালীন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা, শিব্বির আহমদ ওসমান।

এসময় আহবায়ক কমিটির সদস্যরা জানান,অতিসত্বর আমরা নতুনভাবে পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করবো। তারা আরো বলেন, বিগত বছরগুলিতে নতুনদের এই ক্লাবে স্থান দেয়া হয়নি, সদস্য করা হয়নি, এমনকি প্রেসক্লাব ব্যতিত কোথাও কোনো সাংবাদিক নির্যাতিত হলে তারা তার জেনেও প্রতিবাদ করেনি। আমরা আশাকরি এসবের অবসান এইবার হবে।

এই অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর তৎসংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাব রেজি নং-(১৫৮৩/১৯৯০)এর প্রদত্ত অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।