বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংবাদ সংগ্রহকালে আহত ছয় সাংবাদিককে অনুদান দিয়েছে ফেনী জেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১৫ আগস্ট দুপুরে ফেনী প্রেসক্লাবে আহত সাংবাদিকদের এ অনুদান তুলে দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর একে এম শামসুদ্দিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুফতি আবদুল হান্নান ও মিডিয়া সমন্বয়ক আ ন ম আবদুর রহিম প্রমূখ।
এ সময় জামায়াত নেতৃবৃন্দ বলেন, দেশের সকল ক্ষেত্রেই সাংবাদিকরা তাদের লেখা দিয়ে দেশের মানুষকে আলোর পথ দেখিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেছেন। ফেনীতে ৬ সাংবাদিক আহত হয়েছেন বলে আমরা জেনেছি। সংগঠনের সামর্থ্য অনুযায়ী সামান্য অনুদান তাদের মাঝে বিতরণ করেছি। তিনি বলেন আমরা সব সময় বিপদগ্ৰস্থ মানুষের পাশে ছিলাম আছি এবং থাকবো।
একই দিন জেলা জামায়াত নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনে শহীদ দুই পরিবারের বাড়ীতে গিয়ে তাঁদের খোজ খবর নেন এবং শহীদদের কবর জিয়ারত করেন। শেষে জেলা জামায়াত এর আমীর এ কে এম শামছুদ্দিন এক লাখ করে দুই লাখ টাকা শহীদদের পরিবারের হাতে তুলে দেন।শহীদরা হচ্ছেন,ফেনী কলেজের মেধাবী ছাত্র, দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্ৰামের সরোয়ার জাহান মাসুদ ও ফেনী কলেজের ছাত্র ইসতিয়াক আহমদ শ্রাবনের গ্ৰামের বাড়ী ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের উত্তর আনন্দপুর গ্ৰামের বাড়ীতে গিয়ে তার কবর জিয়ারত করেন।পরে শহীদের পিতার হাতে এক লাখ টাকা তুলে দেন।




















