০২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বসুন্ধরার শাহ আলম ও আনভীরের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হত্যার ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার অন্যতম আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

মঙ্গলবার মামলাটি করেন মোছা. মাছুমা নামে একজন নারী। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে মোছা. মাছুমা উল্লেখ করেছেন, গত ১৯ জুলাই দুপুর ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অবৈধ অস্ত্রের বড় যোগানদাতা হিসেবে কাজ করে বসুন্ধরা গ্রুপ। এজন্য গত ১৫ বছরে বিগত সরকারের কাছ থেকে অনেক অবৈধ সুবিধাও তারা নিয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দেবেন

বসুন্ধরার শাহ আলম ও আনভীরের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট সময় : ০৭:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হত্যার ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় ১৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার অন্যতম আসামি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।

মঙ্গলবার মামলাটি করেন মোছা. মাছুমা নামে একজন নারী। বুধবার (২১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান।

মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে মোছা. মাছুমা উল্লেখ করেছেন, গত ১৯ জুলাই দুপুর ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের অবৈধ অস্ত্রের বড় যোগানদাতা হিসেবে কাজ করে বসুন্ধরা গ্রুপ। এজন্য গত ১৫ বছরে বিগত সরকারের কাছ থেকে অনেক অবৈধ সুবিধাও তারা নিয়েছে।