বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়াতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য(হুইফ) মাঠি ও মানুষের নেতা মনিরুল হক চৌধূরী বন্যাকবলিত এলাকা ফেনীতে পাঁচ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেন। রবিবার সকালে সাবেক এমপি মনিরুল হক চৌধূরী তার নিজ বাসভবন চৌয়ারা নোয়াগাঁও গ্রামে খাবার বিতরণের পূর্বে তিনি বলেন- মানুষগুলো এখন মহাঝুঁকির মধ্যে রয়েছে। সহায় সম্বল হারিয়ে লাখো-লাখো মানুষ অসহায় জীবন যাপন করছে। দেশের যেকোন দুর্যোগে ও সঙ্কটে বিএনপি জনগণের পাশে সর্বদা পূর্বেও ছিল এখনও আছে। বরাবরের মতোই আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দুর্যোগপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, বাঁধ সংস্কারের নামে শত শত কোটি টাকা লোপাট করেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ভোট চোর হাসিনা সরকার। তাদের সীমাহীন লুটপাটের ফলে হাজার কোটি টাকা খরচ করেও কোনো সুফল মেলেনি। মানুষের ভোগান্তির শেষ হয় না। পূর্বে যখন দুর্যোগ এসেছিল তখন বাঁধ মেরামতের কথা বলে লুটপাট করেছিল বহু টাকা। বরাদ্দ হয় টাকা, আবার ভেঙে যায় সেই বাঁধ। ত্রান বিতরণের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইমেইলে ছবি আছে—০১৬৭৬-৮৩৯৩১৯
ইমেইলে ছবি আছে—০১৬৭৬-৮৩৯৩১৯






















