যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। রোববার শহরতলী ঝুমঝুমপুরের চান্দের মোড় ও পালবাড়ি এলাকায় দুর্ঘটনাটি দুটি ঘটে। নিহতরা হলেন ঝুমঝুমপুরের চান মিয়ার ছেলে হারুন হোসেন (২৫) ও বোলপুর গ্রামের জাফর হোসেনের ছেলে সজীব (২৫)। আহতরা হলেন সদর উপজেলার শেখহাটি বাবলাতলার শফিকুর রহমানের মেয়ে সানজিনা (২২), হামিদপুর গ্রামের মাঠপাড়ার ইউনুস মোল্যার ছেলে রফিকুল ইসলাম (৩০) ও নড়াইল সদর উপজেলার সালাউদ্দিনের ছেলে তামিম (২০)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রোববার বিকেলে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৬৫৫২) ঝুমঝুমপুরের চান্দের মোড়ে পৌঁছালে সামনে থেকে ট্রাক (ঢাকা মেট্রো -ড ১১-৭৫৩৭) ও ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ট্রাকের চালক হারুন। ইজিবাইক যাত্রী সানজিনা, রফিকুল ও তামিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় বাস ট্রাক ও ইজিবাইক দুমড়ে-মুচড়ে গেছে।
এদিকে, এদিন সকালে পালবাড়ি এলাকায় ট্রাকের চাকায় পিষ্টে পাশের বোলপুর গ্রামের সজীব হোসেন ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা ট্রাকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে আনে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দুর্ঘটনা কবলিত বাস ট্রাক ও ইজিবাইক পুলিশের হেফাজতে রয়েছে।




















