সামাজিক মাধ্যমে বেশ সরব থাকতে দেখা যায় টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। সম্প্রতি তার একটি পোস্ট দেখে নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, সত্যিই বোধহয় নিজেকে আড়ালে করতে চলেছেন অভিনেত্রী। ওই পোস্টের পর হতাশা সৃষ্টি হতে থাকে তার অনুরাগীদের; সমবেদনাও প্রকাশ করেন তারা।
বুধবার সকালে দেওয়া সেই ফেসবুক পোস্টে চড়া মন-মেজাজে শ্রীলেখা জানালেন যে, সামাজিক মাধ্যম থেকে ছুটি নিচ্ছেন তিনি। কারণ, সিনেমা ইন্ডাস্ট্রিজে ঘটে যাওয়া আপত্তিকর ঘটনাগুলোর তথ্য নিতে পারছিলেন না অভিনেত্রী; যেন এসব খবরে রীতিমত ক্লান্ত ও স্ট্রেস ফিল করছিলেন।
পোস্টটি দেখে শ্রীলেখার অনুরাগীরা ধরেই নিয়েছিলেন, আর বোধহয় সামাজিক মাধ্যমে নিজেকে ধরা দেবেন না অভিনেত্রী। কিন্তু এমন সংকল্পের ২৪ ঘণ্টা না পেরোতেই কথার বরখেলাপ করলেন অভিনেত্রী; ফের সক্রিয় হলেন নিজের ফেসবুক প্রোফাইলে!সামাজিক মাধ্যম থেকে শ্রীলেখা ছুটি নেবেন এমন ঘোষণার ওই পোস্টটি দেওয়ার পরদিনই একটি ভিডিও স্টোরি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রী তার রাখি বাঁধা হাত দেখান, তাকে বলতে শোনা যায়, ‘যতদিন না জাস্টিস পাচ্ছি, ততদিন পর্যন্ত হাতে এটা বাঁধা থাকবে।’ সঙ্গে জুড়লেন হ্যাশট্যাগ।


























