১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নিজ শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের দাবিতে জবিতে বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার এ কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

এ সময় আন্দোলনকারীরা ‘দাবি মোদের একটাই জবি থেকে উপাচার্য চাই’, ‘অতিথি পাখির ঠিকানা জগন্নাথে হবে না’, ‘ঢাবি না,জবি, জবি-জবি’, ‘জবি থেকে উপাচার্য চাই, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলোনি থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বলেন, জবির শিক্ষকরা যথেষ্ট যোগ্য। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দপ্তরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাহলে কেন জগন্নাথে নিজেদের শিক্ষক দেওয়া হচ্ছে না।

আন্দোলনকারীর শিক্ষার্থী আরিফ মাহমুদ বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমাদের উপাচার্য আমাদের শিক্ষকদের মধ্যে থেকে দিতে হবে। অন্যত্থায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। বারবার ঢাবি থেকে উপাচার্য নিয়োগ করে জবিকে ঢাবির কলোনি করে রেখেছে। আমরা এটি থেকে মুক্তি চাই।

এ সময় সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বর্তমান সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুস্তফা হাসান বলেন, গত ১৯ বছর ধরে আমাদের দমিয়ে রাখা হয়েছে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণের দাবি হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ। জবি থেকে উপাচার্য না আসলে ক্যাম্পাসে আগুন জ্বলবে। এর দায়ভার জবির কেউ নিবে না। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে নিতে হব। আমার সুশৃঙ্খল ভাবে আন্দোলন করছি। আমারা ক্লাস, অফিস বন্ধ করিনি, রাস্তাও ব্লক করিনি। কিন্তু দাবি না মানা হলে আমরা এগুলো বন্ধ করতে বাধ্য হবো।

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১১ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম পদত্যাগ করেন।

কমিশনার সংকটে বেরোবির প্রথম ব্রাকসু নির্বাচনে অনিশ্চয়তা

নিজ শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের দাবিতে জবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:২০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার এ কর্মসূচি পালিত হয়। এ সময় আন্দোলনকারীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

এ সময় আন্দোলনকারীরা ‘দাবি মোদের একটাই জবি থেকে উপাচার্য চাই’, ‘অতিথি পাখির ঠিকানা জগন্নাথে হবে না’, ‘ঢাবি না,জবি, জবি-জবি’, ‘জবি থেকে উপাচার্য চাই, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কলোনি থেকে বের হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বলেন, জবির শিক্ষকরা যথেষ্ট যোগ্য। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দপ্তরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। তাহলে কেন জগন্নাথে নিজেদের শিক্ষক দেওয়া হচ্ছে না।

আন্দোলনকারীর শিক্ষার্থী আরিফ মাহমুদ বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই, আমাদের উপাচার্য আমাদের শিক্ষকদের মধ্যে থেকে দিতে হবে। অন্যত্থায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। বারবার ঢাবি থেকে উপাচার্য নিয়োগ করে জবিকে ঢাবির কলোনি করে রেখেছে। আমরা এটি থেকে মুক্তি চাই।

এ সময় সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বর্তমান সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুস্তফা হাসান বলেন, গত ১৯ বছর ধরে আমাদের দমিয়ে রাখা হয়েছে। আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণের দাবি হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগ। জবি থেকে উপাচার্য না আসলে ক্যাম্পাসে আগুন জ্বলবে। এর দায়ভার জবির কেউ নিবে না। এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষেকে নিতে হব। আমার সুশৃঙ্খল ভাবে আন্দোলন করছি। আমারা ক্লাস, অফিস বন্ধ করিনি, রাস্তাও ব্লক করিনি। কিন্তু দাবি না মানা হলে আমরা এগুলো বন্ধ করতে বাধ্য হবো।

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১১ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদেকা হালিম পদত্যাগ করেন।