০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চবিতে মিছিল সমাবেশ করতে হলে লাগবে প্রশাসনের অনুমতি 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি আয়োজন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, সাম্প্রতিক সময়ে প্রক্টর অফিসকে না জানিয়ে আয়োজন করা একাধিক প্রোগ্রাম শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। এমন একটি প্রোগ্রাম হতে একজনকে শিক্ষার্থীরা ধরে আনে, শিক্ষার্থীদের হাতে থাকা এক ভিডিওতে দেখা যায় সেই শিক্ষার্থী বিশাল এক লাঠি হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের ধাওয়া করে। সাধারণ শিক্ষার্থীরা সেদিন তাদের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পেরেছিল বলে উক্ত শিক্ষার্থী রক্ষা পায়। প্রক্টর অফিস তাকে ১৩ ঘন্টা নিরাপত্তা দেয়। প্রক্টর অফিসকে না জানিয়ে যখন তখন যেকোন ব্যানারে প্রোগ্রাম হতে শুরু করলে নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়বে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার যে কোন দাবি দাওয়া সম্পর্কিত আয়োজনে কর্তৃপক্ষ সাথে আছে, সাথে থাকবে।
জনপ্রিয় সংবাদ

শীতের রাতে পায়ে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন

চবিতে মিছিল সমাবেশ করতে হলে লাগবে প্রশাসনের অনুমতি 

আপডেট সময় : ০৯:৩৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসনের অনুমতি ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি আয়োজন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের আদেশক্রমে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় সকল ধরণের সমাবেশ, মানববন্ধন, মিছিল-মিটিংসহ যে কোন কর্মসূচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আয়োজন না করার জন্য নির্দেশ দেওয়া যাচ্ছে। নির্দেশ অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, সাম্প্রতিক সময়ে প্রক্টর অফিসকে না জানিয়ে আয়োজন করা একাধিক প্রোগ্রাম শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে। এমন একটি প্রোগ্রাম হতে একজনকে শিক্ষার্থীরা ধরে আনে, শিক্ষার্থীদের হাতে থাকা এক ভিডিওতে দেখা যায় সেই শিক্ষার্থী বিশাল এক লাঠি হাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের ধাওয়া করে। সাধারণ শিক্ষার্থীরা সেদিন তাদের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পেরেছিল বলে উক্ত শিক্ষার্থী রক্ষা পায়। প্রক্টর অফিস তাকে ১৩ ঘন্টা নিরাপত্তা দেয়। প্রক্টর অফিসকে না জানিয়ে যখন তখন যেকোন ব্যানারে প্রোগ্রাম হতে শুরু করলে নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়বে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার যে কোন দাবি দাওয়া সম্পর্কিত আয়োজনে কর্তৃপক্ষ সাথে আছে, সাথে থাকবে।