রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ডিবি প্রধান রেজাউল মল্লিক৷ তিনি বলেন, তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সরকার পরিবর্তনের পর সাবেক এই মন্ত্রী ও আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে রাজধানীর বিভিন্ন থানায়। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি জানানো হয়নি।

























