এইচএসসি পরীক্ষার ফলাফলে বাঁধভাঙা উচ্ছ্বাস শিক্ষার্থীদের। তাদের সাফল্যে আনন্দিত শিক্ষক ও অভিভাবকরাও। গত বছরের থেকে এবার রংপুরে বেড়েছে পাসের হার। জিপিএ- ৫ এর সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। আজ ১৫ অক্টোবর মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এইচএসসি পরীক্ষার ফলাফলে রংপুরে শীর্ষ স্থান ধরে রেখেছে শীর্ষ প্রতিষ্ঠানগুলো। এ বছর রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজর ৫২৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ৫১৯ জন। আর জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন। গড় পাশের হার ৯৮.১১ শতাংশ। রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৯৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ৯২৩ জন। পাশের হার ৯৭.৯৮ শতাংশ। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের ৮১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ৭৮১ জন। পাশের হার ৯৫.৪৮ শতাংশ। রংপুর সরকারি কলেজর ১২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ১২২৮ জন । পাশের হার ৯৭.৬৯ শতাংশ। বেগম রোকেয়া সরকারি কলেজের ৮৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ৮২৬জন। পাশের হার ৯২.৭০ শতাংশ। লায়ন্স স্কুল এন্ড কলেজের ৫১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ৪৭৭ জন। পাশের হার ৯৩.৫৩ শতাংশ। রংপুর কারমাইকেল কলেজের ৯৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য ৯৩১ জন। পাশের হার ৯৩.৫৭ শতাংশ।

























