লালমনিরহটে একজন কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীরা প্রায় ৩ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে।পরে তারা এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়।
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যাক্ষ আব্দুর রউফ সরকার এর পদত্যাগ এর দাবিতে ৪ নভেম্বর (সোমবার) সকাল থেকে লালমনিরহাট বুড়িমারী মহা সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময়-সারাদেশের ন্যায় ওই কলেজের শিক্ষর্থীরাও অংশ নিলে অধ্যাক্ষ আব্দুর রউফ সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসে সকল শিক্ষার্থীকে বুদ্ধি প্রতিবন্ধী বলে আক্ষায়িত করেন।
অপর দিকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নানা নেশা জাতীয় দ্রব্য সেবনের ছবি উঠে আসে। অধ্যাক্ষ আব্দুর রউফ সরকারের সাথে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার ছেলে কালিগঞ্জ উপজেলার – সাবেক উপজেলা চেয়ারম্যান রাকিবুজ্জামান এর সাথে সু-সম্পর্ক থাকায় এত দিন নানা দুর্নীতি করলেও দেখবার কেউ ছিলো না বলে শিক্ষার্থী এ এলাকার মানুষের অভিযোগ রয়েছে বিস্তর।
এর আগে গত ৫ তারিখের পরে দফায় দফায় অধ্যাক্ষের পদত্যাগ এর জন্য নানা কর্ম সূচি পালন করলেও কোন কাজ হয়নি। উল্টো অধ্যাক্ষ আব্দুর রউফ সরকার কিছু শিক্ষার্থীকে বিভিন্ন ভাবে ভয় ভিতি দেখিয়ে আসছেন বলে জানিয়েছেন উত্তর বাংলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা আরো জানায় অধ্যাক্ষের পদত্যাগের বিষয় টি বিভিন্ন রাজনৈতিক দল গুলোর সাথে ও রফাদফা হয়ে গেছে।সে কারণে আব্দুর রউফ সরকার এখনো কলেজের চেয়ারে বহাল তবিয়তে আছেন।
সব শেষে টানা ৩ ঘন্টার অবরোধ কর্মসূচি বেলা ১ টার দিকে সাধারণ শিক্ষার্থীরা অবোধ তুলে নেয়। তারা আবারো ১ দফা দাবী বাস্তবায়ন না হওয়া আন্দোলন চালিয়ে




















