ফরিদপুরের চন্দ্রপাড়া পাক দরবার শরীফের বার্ষিক ওরছ মোবারক আগামী ১৫ জানুয়ারী বুধবার অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে মজ্ঞলবার (৫ নভেম্বর) উক্ত দরবার শরীফে জলসা অনুষ্ঠিত হয়।বাদ ফজর কয়েক লাখ জাকেরানের উপস্থিতিতে এ তারিখ ঘোষনা করেন দরবার শরীফের গদীনসীন পীর শাহ্ সুফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল অয়সী।
তিনি জানান, ১৪ জানুয়ারী মঙ্গলবার রাত থেকে ভক্ত আশেকানরা উপস্থিত হয়ে রাতভর জিকির আসকার ও কোরআন তেলাওয়াত এবং ওয়াজ নসিয়তে অংশ নিবেন। ১৫ জানুয়ারী বুধবার ফজরের নামাজ আদায়ের পর চন্দ্রপুরীর পবিত্র মাজার জেয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছ সমাপ্ত হবে।
পরে হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন থেকে দরবারের পাঁচশত দুঃস্হ ও অসহায় জাকেরানদের মধ্যে অর্থিক সহায়তা হিসেবে চেক বিতরণ করেন।
পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হরযত মাওলানা শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মদ শাহ্চন্দ্রপুরী (রহঃ) এর বেছালত দিবস উপলক্ষ্যে প্রতি বছর এ ওরস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের লাখ লাখ মুরিদান,আশেকান,জাকেরান ও ভক্তরা এই ওরস শরীফে অংশ নেন।




















