উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সবধরনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে রাজারহাটে সাধারণ মুসল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করা সহ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যার বিচার সম্পন্ন করার আলটিমেটাম দেন।
শুক্রবার ২৯ নভেম্বর জুমার নামাজ শেষে সাধারণ মুসল্লীগণ রাজারহাট সোনালী ব্যাংক চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে একটি বিক্ষোভ সভার আয়োজন করেন। সাধারণ মুসল্লীর ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাওলানা ক্বারী আহমদ তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক বিল্লাহ। ইনসাফ কায়েমকারী ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক সোহানুর রহমান শামীম। ব্যাপারী পাড়া জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন, শেখ মাহমুদ। শেষে সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া পরিচালনা করেন রাজারহাট বাজার মসজিদের ইমাম রেজাউল করিম সাইফি।





















