০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মানবাধিকার দিবসে চবি শিবিরের আলোচনা সভা 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবির।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ জোবায়ের মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় ও চবি সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক এসএম আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক আমজাদ হোসেন বলেন, সবাই মানবাধিকারের কথা বলে। এমনকি ইসরাইলও মানবাধিকারের জন্য ডোনেশন দেয়। কিন্তু তাদের মধ্যে মানবাধিকারের চর্চা নেই। আলোচনার চেয়ে চর্চা বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম যুদ্ধের মধ্যেও মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। যার ফলে মানুষ ইসলামকে গ্রহণ করে নিয়েছে। মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের করণে পৃথিবীর বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি বলেন, ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সনয়ে একটি শ্রেণি পুঁজিবাদী চেতনা ধারণ করে বিশ্বের অবহেলিত মানুষকে শোষণ করে মানবাধিকার লঙ্ঘন করেছে।
আলোচনা সভায় চবি ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ আলী এবং অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয় সংবাদ

মানবাধিকার দিবসে চবি শিবিরের আলোচনা সভা 

আপডেট সময় : ০৯:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রশিবির।
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ জোবায়ের মিলনায়তনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় ও চবি সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক এসএম আমজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক আমজাদ হোসেন বলেন, সবাই মানবাধিকারের কথা বলে। এমনকি ইসরাইলও মানবাধিকারের জন্য ডোনেশন দেয়। কিন্তু তাদের মধ্যে মানবাধিকারের চর্চা নেই। আলোচনার চেয়ে চর্চা বেশি গুরুত্বপূর্ণ। ইসলাম যুদ্ধের মধ্যেও মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। যার ফলে মানুষ ইসলামকে গ্রহণ করে নিয়েছে। মানুষের মৌলিক অধিকার লঙ্ঘনের করণে পৃথিবীর বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী দক্ষিণের সেক্রেটারি ইব্রাহিম হোসেন রনি বলেন, ২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সনয়ে একটি শ্রেণি পুঁজিবাদী চেতনা ধারণ করে বিশ্বের অবহেলিত মানুষকে শোষণ করে মানবাধিকার লঙ্ঘন করেছে।
আলোচনা সভায় চবি ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ আলী এবং অফিস সম্পাদক মুহাম্মদ পারভেজসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।