খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বুধবার দুপুরে কুড়িগ্রাম সদরের পৌরসভা এলাকার পুরাতন স্টেশন পাড়ায় ফোরকান মসিহ কুটিরে প্রার্থণা,প্রার্থণা সঙ্গীত,প্রৈরিতিক বিশ্বাস-সুত্র,সঙ্গীত,স্বাস্থ্য পাঠ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করেন জেলা খ্রিষ্টান সম্প্রদায়ের ভক্ত অনুসারীগণ।
এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রাম ইউনিটের অধিনায়ক লে.কর্ণেল গালিব বিন আহমেদ।
এসময় অনুষ্ঠানে অতিথিগণকে সাথে নিয়ে কেক কেটে শুভেচ্ছা বক্তব্য রাখেন এপোজেল লায়লা সরকার। এতে বাংলাদেশ সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সারাফাত,হার্ভেস্টার চার্চ বাংলাদেশের চেয়ারম্যান ইভাঞ্জেলিষ্ট ইমরান সরকার,শিমিয়ন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গীর্জাগুলোতে জেলার খ্রিষ্টান সম্প্রদায়ের ভক্ত অনুসারীগণ তাদের বাড়ি ঘর ও গীর্জাগুলো আলোকসজ্জা কওে রঙে রঙিন করে তোলেন।আতশবাজিসহ লাল বাতি প্রজ্বলিত হয় রাতভর। খ্রিষ্ট সম্প্রদায়ের মানুষজন যাতে নির্বিঘ্নে তাদের ধমর্ীয় উৎসব পালন করতে পারেন সেজন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে আইনশৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশু,খ্রিষ্টান ধমার্বলম্বীদের মধ্যে নাচ,গানসহ বিভিন্ন আনন্দ উৎসব পরিবেশিত হয়।


























