বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সুসংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পযার্য়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে কুড়িগ্রামের চিলমারীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চিলমারী ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন সভাপতি মো. খালেকের সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃলাবু মিয়া।
বক্তব্য রাখেন,কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান মিয়া, কুড়িগ্রাম জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান,সদস্য সচিব মো. রুকুনুজ্জামান খন্দকার রুকু,যুগ্ম আহবায়ক মাহামুদুল হাসান বাবু,
উপজেলা বিএনপি নেতা আবু সাঈদ হোসেন পাখী, উপজেলা কৃষক দলের আহবায়ক মো. লৎফুল হায়দার লিপ্টন,সদস্য সচিব আবু হানিফা সাদ্দাম,উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।




















