জুলাই ঘোষণাপত্রের গুরুত্বসহ ৭ দফা সংবলিত একটি লিফলেট মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া শুরু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি’র কুমিল্লা জেলা মহানগর নেতৃবৃন্দ । এই ৭ দফাকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার(৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন,ঝাউতলা,বাদুরতলা ও কান্দিরপাড় এলাকায় ছাত্র জনতার হাতে ৭ দফা দাবী নিয়ে লিফলেট তুলে দেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদীন শিশির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা’র সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, মহানগরীর সদস্য সচিব রাশেদ হাসান। কুমিল্লা নাগরিক কমিটির সদস্য হাফসা,জুয়েল,ফজলে এলাহী রুবেল, বারীসহ অন্যান্য সদস্যবৃন্দ। লিফলেট বিতরণ শেষে হাসনাত আব্দুল্লাহ আমার দেশ কে বলেন- ফ্যাসিবাদী রাস্ট্র কাঠামো বিলোপ করে অন্তবর্তীকালীন সরকারকে পূর্ণাঙ্গ সংস্কারের ওয়াদা দিতে হবে। সরকার ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত ছিল জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের রাস্ট্রীয় চিকিৎসা সেবা দেওয়া। সরকার প্রধান যদি জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দিতো তাহলে আজ আমাদের পূনরায় স্বীকৃতির জন্য মাঠে নামতে হতো না। জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি পাওয়া দেশের ছাত্র জনতা শহীদ ও আহত পরিবার স্বজনদের অধিকার। এটা নিয়ে কোন ধরনের তামাশা হোক তা ছাত্র জনতা মেনে নিবে না। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তারা দেশব্যাপী লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা। যায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে জুলাই ঘোষণাপত্রের দাবিতে সমাবেশ করবেন এ দুই সংগঠন।


























