ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় দুলায়েত হোসেন দুলাল (৬৫) নামে এক কৃষককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাষ্টারপাড়া এলাকার রুপাইছড়ি খাল সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয়রা অভিযোগ করেন, স্থানীয় ১০/১২ জনের একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষক দুলালের খতিয়ানভুক্ত জমি থেকে বালু উত্তোলন করে আসছে। নিহতের পরিবার সূত্রে জানাগেছে, ঘটনার দিন বালু উত্তোলনে কৃষক দুলাল বাঁধা দিলে চক্রটির লোকজন তার উপর চড়াও হয়ে ড্রেজার মেশিনের হ্যান্ডেল দিয়ে তার মাথায় উপর্যপুরি আঘাত করে। এতে ঘটনাস্থলে কৃষক দুলালের মাথার মগজ বের হয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় পার্শ্ববর্তী রূপাই চড়ায় তাকে ফেলে দেয়া হয়। সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুল হক জানান, বালু উত্তোলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে দুলাল নামের ওই কৃষক গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, এ বিষয়ে মামলা নেয়া হবে এবং এসব অবৈধ বালু মহালের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো বলে জানান তিনি।




















