যশোরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আতাউর রহমান (৪৮) নিহত হয়েছেন। গাড়ির পিছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। বৃহস্পতিবার যশোর শহরতলী ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আতাউর রহমান নড়াইলের কালিয়া থানার চন্দ্রপুর গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মেধার ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বেলা সাড়ে ১০ টার দিকে নড়াইলগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো উ-১৪-১০২৩) বিজিবি ক্যাম্পের সীমান্ত ক্যান্টিনের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো ল-১৭-৬৪৭৮) ধাক্কা দেয়। আঘাতে মোটরসাইকেলের চালক আতাউর রহমান ছিটকে রাস্তার পাশে পড়ে যান। এসময় কাভার্ড ভ্যানের পিছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান আতাউর রহমান। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন।


























