নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন ভবন, হল, স্থাপনা ও প্রকল্পসমূহের বর্তমান নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফ্রেবুয়ারি) নোবিপ্রবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৬৪ তম সভার ১৮ নং আলোচ্যসূচির আলোকে নতুন নামকরণের এ সিদ্ধান্ত গৃহিত হয় ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশরত্ন শেখ হাসিনা সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের নাম পরিবর্তন হয়ে নতুন নাম রাখা হয়েছে সমুদ্র বিজ্ঞান ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্প, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের নতুন নাম রাখা হয়েছে জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল,
কেন্দ্রীয় লাইব্রেরির বঙ্গবন্ধু কর্ণারের নাম পরিবর্তন হয়ে নতুন নাম হবে বাংলাদেশ কর্ণার, মেডিকেল সেন্টারের নতুন নাম শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টার এবং বীরমুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম।
নাম পরিবর্তন নিয়ে শিক্ষা বিভাগের শিক্ষার্থী হিমেল বলেন, ‘আগের প্রশাসন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের নামকরণের আওয়ামী নীতি অনুসরণ করেছিলো। তারা সরকারের প্রিয় পাত্র হতে সকল ভবনের নাম মুজিব পরিবারের ব্যক্তিবর্গের নাম অনুযায়ী রেখেছিলো। বর্তমান প্রশাসনকে ধন্যবাদ, তারা ভবনগুলোর নাম পরিবর্তন করে জুলাই বিপ্লবে শহীদের নামে, নোয়াখালীর সূর্যসন্তান বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন ও মহৎ ব্যক্তিদের নাম অনুসারে রেখেছে।
প্রসঙ্গত, নোবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন, হল, স্থাপনা ও প্রকল্পসমূহের নতুন নামকরণের দাবি কর্তৃপক্ষের নিকট জানানোর প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।
কাউসার আহমেদ


























