কিছুদিন আগেই ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান জানিয়েছিলেন, খুব শিগগিরই অভিনয়কে বিদায় জানাবেন তিনি। অভিনয় ছাড়ার কারণ খোলাসা না করলেও এরপরেই ওমরাহ পালন করতে দেখা মেলে এই অভিনেত্রীর।
সম্প্রতি ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন অহনা। এরপর একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। যেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
সেখানেই এক প্রশ্নের জবাবে অহনা বলেন, ‘যারা কখনো হজ বা ওমরাহ করতে যায়নি, তারা বুঝবে না এই অনুভূতিটা কেমন। তবে আমার গুসবাম্পস হয়েছে।’অহনা জানালেন, মানসিক প্রশান্তির জন্য তিনি আবারও সৌদিতে যেতে চান। অভিনেত্রীর কথায়, ‘আমি আবারও ওমরাহতে যেতে চাই। এবারও হয়তো যাব। কারণ আমার অনেক ভালো লেগেছে।’অভিনেত্রী আরও বলেন, ‘আমি যদি কখনো একটু রিল্যাক্স থাকতে চাই, একা থাকতে চাই বা মানসিক প্রশান্তির খোঁজ করি, তাহলে সৌদিতেই যেতে চাই। কারণ এত সুন্দর জায়গা, আমার ওমরাহর কয়েকদিনে মন ভরেনি।’এর আগে গত মাসে ফেসবুকে ওমরাহ পালনের ছবি পোস্ট করেন অহনা রহমান। ছবিতে দেখা যায়, কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

























