চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় রিয়াদ (১৮) নামের এক তরুণ আত্মহত্যা করেছে বলে খবর
পাওয়া গেছে।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে নগরীর পতেঙ্গা থানাধীন নাজির পাড়া
এলাকায় এ ঘটনা ঘটেছে। আত্মহত্যা করা রিয়াদ নাজিরপাড়া বদি মাস্টারে বাড়ির
ওসমানের পুত্র।
স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে রিয়াদের বাবা তাকে বকাঝকা করায় ঘরের সামনে
ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ
হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি শফিক জানান, খবর পেয়ে চট্টগ্রাম
মেডিকেলে আমাদের টিম পাঠানো হয়েছে। মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা যাচ্ছে।
প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধরণা করা হলেও ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
শিরোনাম
বাবার বকাঝকা, অভিমানে পতেঙ্গায় তরুণের আত্মহত্যা
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৪:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- ।
- 116
জনপ্রিয় সংবাদ




















