ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে এম.ফিল থেকে পিএইচডি স্থানান্তর বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সভাকক্ষে গবেষক হাসান ইয়াহইয়ার পিএইচডি স্থানান্তর সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ও লালন শাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. আকতার হোসেনের সভাপতিত্বে ও প্রফেসর ড. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রহিম আলী, থিওলজি অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. সোলায়মান, আল-হাদীস বিভাগের প্রফেসর ড. সেকান্দার আলী, প্রফেসর ড. শফিকুল ইসলাম এবং প্রফেসর ড. নুরুল ইসলাম।
এসময় পিএইচডি গবেষক হাসান ইয়াহইয়া “সূরা আল কাহফে উল্লেখিত ঘটনাবলী ও যুলকারনাইন: একটি তাত্ত্বিক পর্যালোচনা” শিরোনামে তার প্রস্তাবিত পিএইচডি গবেষণার প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচকবৃন্দ গবেষকের প্রবন্ধের ওপর মতামত প্রদান করেন এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গবেষণাটি ইসলাম শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একাডেমিক জগতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সেমিনারে অনুষদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


























