০৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামাল ভূঁইয়া নেই বাংলাদেশের একাদশে

শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। একাদশে প্রথমবার জায়গা পেয়েছেন ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। এছাড়া একাদশে ফিরেছেন তারিক কাজী, শেখ মোরসালিন, মজিবর রহমান জনি ও শাহরিয়ার ইমন। বাদ পড়েছেন জামাল ভূঁইয়া।

যথারীতি গোল পোস্ট সামলাবেন মিতুল মারমা। রক্ষণে তপু বর্মণ, শাকিল আহাদ তপু, সাদ ও তারিক কাজী। জামাল বাদ পড়ায় তপুর হাতে থাকছে অধিনায়কত্বের দায়িত্ব। হামজা থাকছেন ৮ নম্বর জার্সিতে, বক্স টু বক্স মিডফিল্ড পজিসনে। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ হৃদয় ও মজিবর রহমান জনি। আক্রমণভাগে মোরসালিন, রাকিব, ইমন ও রাকিব থাকছেন। হাভিয়ের কাবরেরা সম্ভবত ৪-২-৩-১ ছকে খেলাতে পারেন। সেক্ষেত্রে সম্ভবত ইমন নম্বর নাইন হয়ে গোল করার আপ্রাণ চেষ্টা করবেন।

ভারতের একাদশে প্রত্যাশিতভাবে আছেন সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক), তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

জামাল ভূঁইয়া নেই বাংলাদেশের একাদশে

আপডেট সময় : ০৭:৩৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

শিলংয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। একাদশে প্রথমবার জায়গা পেয়েছেন ইংলিশ লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী। এছাড়া একাদশে ফিরেছেন তারিক কাজী, শেখ মোরসালিন, মজিবর রহমান জনি ও শাহরিয়ার ইমন। বাদ পড়েছেন জামাল ভূঁইয়া।

যথারীতি গোল পোস্ট সামলাবেন মিতুল মারমা। রক্ষণে তপু বর্মণ, শাকিল আহাদ তপু, সাদ ও তারিক কাজী। জামাল বাদ পড়ায় তপুর হাতে থাকছে অধিনায়কত্বের দায়িত্ব। হামজা থাকছেন ৮ নম্বর জার্সিতে, বক্স টু বক্স মিডফিল্ড পজিসনে। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ হৃদয় ও মজিবর রহমান জনি। আক্রমণভাগে মোরসালিন, রাকিব, ইমন ও রাকিব থাকছেন। হাভিয়ের কাবরেরা সম্ভবত ৪-২-৩-১ ছকে খেলাতে পারেন। সেক্ষেত্রে সম্ভবত ইমন নম্বর নাইন হয়ে গোল করার আপ্রাণ চেষ্টা করবেন।

ভারতের একাদশে প্রত্যাশিতভাবে আছেন সাবেক অধিনায়ক সুনীল ছেত্রী।

বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক), তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।