“এসো মিলি প্রাণের টানে প্রাণ সঞ্চার হোক জনে জনে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁর নজিপুরে ব্রিলিয়ান্স টিউটোরিয়ালস্ এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ব্রিলিয়ান্স বেসরকারি স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগিতায় শুক্রবার (০৪এপ্রিল) কর্মসূচির প্রথমেই একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে।
র্যালী শেষে ব্রিলিয়ান্স ভবনে প্রতিষ্ঠানের সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাররুখ হোসেন, মুনতাহা মেটাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাসউদ, আবু তাহের প্রমুখ। এছাড়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদ রানা, পরিচালক মুত্তালিব হোসেন, সবুজ কুমার মন্ডল, আল মাহমুদ, প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় প্রতিষ্ঠানের সভাপতি প্রতিষ্ঠানের শুরু থেকে বর্তমান পর্যন্ত অর্জিত সফলতার ইতিহাস তুলে ধরেন। মূলত নজিপুরের বেহাল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে তুলে আনতে এবং স্থানীয় মেধাবীদের যুগোপযোগী নির্দেশনা প্রদানের মাধ্যমে প্রকৃত শিক্ষায় গড়ে তুলতেই এমন শিক্ষা প্রতিষ্ঠানের সূচনা। বর্তমানে নজিপুরের অনেক মেধাবী শিক্ষার্থীরা ব্রিলিয়ান্সের সঠিক দিক নির্দেশনায় নিজেদের মেধাকে সঠিক ভাবে প্রয়োগ করার মাধ্যমে তারা আজ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছে। এটাই প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সফলতা বলে উল্লেখ করে আগামীতেও প্রতিষ্ঠানের এই ধরণের কর্মকান্ড অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন তিনি।
এছাড়াও অন্যান্য বক্তারা প্রকৃত শিক্ষায় নিজেকে শিক্ষিত করে দেশের জন্য নিজেকে একজন সফল, সার্থক ও নিরাপদ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান। এসময় নৈতিকতা সম্পন্ন শিক্ষায় নজিপুরের শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে আগামীতেও ব্রিলিয়ান্স তার বর্তমান ধারাবাহিকতা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
শিরোনাম
নওগাঁর নজিপুরে ব্রিলিয়ান্সের মিলনমেলা
-
নওগাঁ প্রতিনিধি - আপডেট সময় : ০৫:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- ।
- 48
জনপ্রিয় সংবাদ




















